শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪৭ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যায় বিচার থেকে বঞ্চিত বাংলাদেশ, খালেদা জিয়ার মুক্তি চাই : তারেক রহমান

আল-আমীন আনাম : জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চাইলেন তার ছেলে ও দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।

বৃহস্পতিবার খালেদা জিয়ার রায়ের পর লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি  বলেছেন, বাংলাদেশ আজ সবরকম অধিকার হারিয়েছে । একদলীয় শাসনে পরিনত হয়েছে । যেই বিচার ব্যাবস্থার স্বাধীনতা হরন করা হয়েছে , সেই বিচার ব্যাবস্থা কিভাবে সারা দেশের মানুষকে ন্যায় বিচার দিবে । দেশের শাসক দলের সাথে সংযুক্ত থাকলেই যে কোন কাজকর্ম বৈধতা পায় । জনগনের লক্ষকোটি টাকা আত্মসাৎ করেও বিচারের মুখোমুখি হচ্ছেনা অনেকেই ।

বিবৃতিতে তিনি বলেন, জনগনের বিপুল ভোটে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী ,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অভিযুক্ত করে, প্রহসনের বিচারকার্য চালিয়ে ও তাঁকে আটক করে, গণতন্ত্রের টুঁটি চেপে বহুদলীয় গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে । তিনি তাঁর সারাটি জীবন উৎসর্গ করেছেন তাঁর প্রিয় দেশবাসীর জন্য । তাঁর ত্যাগ, তাঁর তিতিক্ষা গণতন্ত্রকামী জনগনের কাছে দৃষ্টান্ত স্বরূপ । আমরা তাঁর অনতিবিলম্বে মুক্তি চাই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ প্রশাসনের প্রতিটি শাখায় দলীয়করণ চলছে । বাক স্বাধীনতা রুদ্ধ । জনগন স্বৈরাচারের হাতে বন্দী । এই রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করার দায়িত্ব আজ গনতন্ত্রকামী দেশপ্রেমী জনগনের ।  গণতন্ত্র অমর হোক । আমরা অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়