শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:১৮ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি বাদশাহর সঙ্গে সুষমা স্বরাজের বৈঠক

ওমর শাহ: তিন দিনের সফরে সৌদি আরবে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সৌদি আরবের বিখ্যাত জনাদরিয়া উৎসবে অংশ নিতে তিনি সৌদি আরব গিয়েছেন। আর সেখানেই বৈঠক করলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে।

বুধবার জানদারিয়া উৎসব স্থলেই সৌদি বাদশার সঙ্গে সুষমার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুদেশের মাঝে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে কথা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী ড. মোসায়েদ আল ইবান, পররাষ্টমন্ত্রী আদেল আল জুবাইরসহ সুষমা স্বরাজের সফরসঙ্গীরা।

সৌদি আরবে শুরু হয়েছে আল জনাদরিয়া উৎসব। গত বুধবার এই সাংস্কৃতিক উৎসবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। এই বছর রিয়াদের এই উৎসবের গেস্ট অফ অনার হিসেবে রয়েছে ভারতের নাম। ২ সপ্তাহ ধরে চলবে এই উৎসব। যেখানে উঠে আসবে সৌদি সংস্কৃতি।

এই উৎসবে ভারতের দিক থেকে উঠে আসবে লোকগাথা, ঐতিহ্যবাহী পোশাক, ভারতীয় সুগন্ধি, কনের পোশাক, খাবার ইত্যাদি। পাশাপাশি ভারতের রাজনৈতিক আঙিনার ছবিও উঠে আসবে এই উৎসবে। এছাড়া ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত কথাকলি, কত্থক, মণিপুরি, ছৌ, ভাঙরা, বলিউড, গুজরাটি, এবং রাজস্থানী নৃত্যও স্থান পাচ্ছে এই উৎসবে। ব্যবসার দিক থেকে টাটা মোটরস, জেট এয়ারওয়েজ এর মতো গুরুত্বপূর্ণ ভারতীয় সংস্থাগুলির স্টল থাকবে আল জনাদরিয়াতে। সূত্র: আল আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়