শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪৫ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলা পরিষদে অবস্থান নিয়েছে সিলেট আ.লীগ

আশরাফ চৌধুরী রাজু, সিলেট :খালেদা জিয়ার রায় পর্যবেক্ষণ এবং রায়কে কেন্দ্র করে সিলেট নগরীর পরিস্তিতি অবলোকন করতে সিলেট জেলা পরিষদে অবস্থান নিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের সাথে আছেন যুবলীগ, ছাত্রলীগসহ সংগঠনের কয়েকশ নেতাকর্মী।

জেলা পরিষদে এই মুহুর্তে উপস্থিত আছেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ব্বদর উদ্দীন আহমদ কামরান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আডভোকেট লুৎফুর রহমান, জেলার যুগ্ম সম্পাদক এড. নিজাম উদ্দীন, শাহ ফরিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন, দপ্তর সম্পাদক সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, যুবলীগের সিলেট মহানগর আহবায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম জাকির, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারসহ কয়েকশত নেতাকর্মী।

রায়কে কেন্দ্র করে সিলেট বিএনপির কোন কর্মসুচী না থাকলেও জানা গেছে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় বিপক্ষে গেলে আন্দোলনে নামার প্রস্তুতি আছে তাদের। অন্যদিকে, আওয়ামী লীগেরও কোন কর্মসুচী না থাকলেও ধ্বংসাত্মক যেকোন কাজ সাধারণ জণগণকে নিয়ে প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আর একারণেই তারা অবস্থান নিয়েছেন জেলা পরিষদে। সিলেট নগরীতে কেউ বিশৃংখলা করতে চাইলে প্রতিহত করবে সিলেট আওয়ামী লীগ।

এবিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দীন কামরান জানান, ‘আমরা রায় পর্যবেক্ষণ করছি। রায়ের পর আমাদের শান্তির নগরীকে অশান্ত করে তোলার চেষ্টা করা হলে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সিলেট আওয়ামী লীগ পরিবার সম্মিলিতভাবে তা প্রতিহত এবং প্রতিরোধ গড়ে তুলবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়