শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১২ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম জিয়ার সাজা হলে বিঘ্নিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন

হ্যাপী আক্তার: রাজনীতিতে ঘায়েল করতে মামলা মোকদ্দমার যে কৌশল তা নতুন নয়। পৃথিবীতে কমবেশিই এমন হয়ে থাকে। তবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে। বিরোধীহীন রাজনীতি হতে পারে আরো দীর্ঘায়িত। শুধু তাই নয় বেগম জিয়ার সাজা হলে বিঘ্নিত হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্ন ীতি মামলার রায় নিয়ে দুই প্রধান দলের কর্মকাণ্ডে এমনই অভিমত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দেশের রাজনীতিতে একধরনের সুনামি হয়ে এসেছিল ২০০৭ সালের এক এগারোতে। সেই সময় যখন দেশের প্রধান দুই নেত্রীকে গ্রেফতার করা হয়েছিল তখন রাজনীতি হয়ে গিয়ে ছিলো তালমাতাল। আলোচনায় আছে মাইনাস টু। নানা পরিক্রমায় সেই সময়ে দায়ের করা দুর্নীতির মামলায় একজন অব্যহতি পেলেও আরেক জন নিম্ন আদালতের শেষ ধাপে। আর বেগম জিয়ার সেই মামলার রায় নিয়ে চলছে উত্তেজনা আর নেতা-নেত্রীদের দখল লড়াই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষক অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী বলেছেন, বেগম জিয়া যদি কোনও কারনে দণ্ডপ্রাপ্ত হন তার পরেও তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উপরের আদালতের সুযোগ-সুবিধা নিতে পারেন। সেই জায়গা নিয়ে কেউ কোনও কথা বলছেন না।

রাজনৈতিক বিশ্লেষকরা জানান,  বাংলাদেশের রাজনীতিতে সব সময় আলাদা নজর রাখেন বিদেশিরা। সেই হিসেবে বেগম জিয়ার রায়ের দিকেও তাকিয়ে আছে তারা। অভ্যন্তরীণ বিষয়ে পরিবর্তন করতে না পারলেও এই উত্তেজনায় বাড়তে পারে বিদেশিদের হস্তক্ষেপ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেছেন, বিদেশিদের বাড়তি আগ্রহ আছে কারণ সামনে নির্বাচনের বছর। সামনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে কোনও ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা রাজনীতির চলমান পরিস্থিতি নিয়ে এ রকম একটি ভাবনা কাজ করতে পারে বিদেশিদের মধ্যে।

রাজনীতিবিদ ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম জিয়ার রায়ের মাধ্যমে বিএনপি তাদের কর্মসূচিও দিবে। মানুষ ইতিমধ্যেই একভাবে সিদ্ধান্তের দিকে যাচ্ছে। রাজনীতি একদিকে গড়িয়ে যাচ্ছে সেটা ঠেকাতে চাচ্ছে সরকার। কিন্তু এভাবে ঠেকাতে চেষ্টা করলে পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে।

তিনি আরো বলেন, দেশে দুর্নীতি মহামারি আকার ধারণ করলেও তেমন কোনও চিন্তা নেই সরকারের। শুধু বিরোধীদের দুর্নীতিতেই ব্যস্ত তারা।

বর্তমান সরকারের সময়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রায় দুই বছর কারাভোগ করেন আওয়ামী লীগের পক্ষ ত্যাগকারি মাহমুদুর রহমান মান্না।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জাতীয় নির্বাচনের আগে বেগম জিয়ার সাজা হলে তা রানীতিতে দেবে নতুন মাত্রা।

সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়