শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:০৫ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা টিকিটে ট্রেনে উঠে ৮২০ যাত্রীর জরিমানা

ডেস্ক রিপোর্ট : বিনা টিকিটে ও ছাদে রেল ভ্রমণের দায়ে সিরাজগঞ্জে গত দুই দিনে ৮২০ যাত্রীর জরিমানা আদায় করেছেন রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। তার মধ্যে গতকাল বুধবার ৪২০ যাত্রী থেকে ভাড়াসহ এক লাখ ৩৭ হাজার ৯০০ টাকা ও গত মঙ্গলবার ৪০০ যাত্রীর কাছ থেকে এক লাখ ১৬ হাজার ২৮০ টাকা জরিমানা করা হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান বলেন, বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনা টিকিটে ৪২০ যাত্রীর কাছ থেকে এক লাখ ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) খায়রুল আলম বলেন, তার আগের দিন মঙ্গলবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা-ঈশ্বরদী রেলপথের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। ওই সময় বিভিন্ন ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করায় ৪শ’ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ এক লাখ ১৬ হাজার ২৮০ টাকা জরিমানা আদায় করা হয়। রেলমন্ত্রী ও রেল বিভাগের সচিব এবং মহাপরিচালকের নির্দেশে বিনা টিকিটে ও ছাদে রেলভ্রমণ প্রতিরোধে পশ্চিমাঞ্চল রেলের ৭টি স্থানে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিশেষ চেকিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন ছাড়াও খুলনা, ঈশ্বরদী, শান্তাহার, পার্বতীপুর, লালমনিরহাট ও বগুড়ায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। মানবকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়