শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫২ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ১১১

ডেস্ক রিপোর্ট : ভারতে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েই চলেছে। গত তিন বছরের মধ্যে ২০১৭ সালে সাম্প্রদায়িক সহিংসতায় মৃত্যুর সংখ্যা অতীতকে ছাপিয়ে গেছে। গত বছরে দেশটিতে ৮২২টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। নিহত হয়েছে ১১১ জন, আহত ২৩৮৪ জন। মঙ্গলবার সংসদে (লোকসভায়) এই পরিসংখ্যান দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির।

মন্ত্রী জানান, ২০১৭ সালে দেশের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি হয়েছে উত্তরপ্রদেশে, সেখানে ১৯৫টি সহিংসতার ঘটনায় নিহত হয়েছে ৪৪ জন, আহতের সংখ্যা ৫৪২।

কর্নাটকে এই সহিংসতার ঘটনা ঘটেছে ১০০টি, মারা গেছে ৯ জন, আহত হয়েছিল ২২৯ জন। রাজস্থানে ৯১টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে, আহত ১৭৫ জন। বিহারে ৮৫টি সহিংসতার ঘটনায় ৩ জন নিহত হয়, আহত হয় ৩২১ জন। মধ্যপ্রদেশে ৬০টি সহিংসতার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে, আহত ১৯১ জন।

২০১৭ সালে পশ্চিমবঙ্গে ৫৮টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে, মৃত্যু হয়েছে ৯ জনের, আহত হয়েছে কমপক্ষে ২৩০ জন। গুজরাটে ৫০টি সহিংসতার ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ১২৫।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ২০১৬ সালে গোটা ভারতে ৭০৩টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় মৃত্যু হয়েছিল ৮৬ জনের, আহত ২৩২১। ২০১৫ সালে এই ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল ৭৫১টি, নিহত হয় ৯৭ জন, আহত হন ২২৬৪ জন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়