শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:২৫ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যেটা হচ্ছে তার জন্য সরকারও কম দায়ী না’(ভিডিও)

কেএম হোসাইন : গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারনের দুর্নীতি মামলা রায় রায় না হওয়া পর্যন্ত কেনো মামলার রায় নিয়ে এত কথা বলছি। বিএনপি না, কোন রাজনৈতিক দলকে যদি সভা-সমাবেশ করতে রাস্তায় নামতে না দেওয়া হয়। তাহলে তো গণতন্ত্র আসবে না। মামলার রায়কে কেন্দ্র করে গত দুই দিন যেটা হচ্ছে তার জন্য সরকারও কম দায়ী না।

এহসান জুয়েলে’র সঞ্চালনায় সময় টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সম্পাদকীয়’তে ‘আগামীকাল’ বিষয়ক আলোচনায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে’র শিক্ষক অধ্যাপক সলিমুল্লাহ খান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন আড়াই কোটি টাকা অরফানেজের নামে নিয়েছে কি, নেইনি? মামলার রায়কে কেন্দ্র করে উত্তেজনা-উৎকন্ঠা। তার জন্য গণহারে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার বাণিজ্য। বিভিন্ন মামলায় জড়ানোর ভয় দেখিয়ে লাখ টাকা করে জনপ্রতি হাতিয়ে নেওয়া।

একপ্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কোন কিছু একতরফাভাবে করলে টিকবে না। অপরাধী যেই হোক বিচার হবে। তবে সেই বিচার যেনো প্রহসন না হয়।

বিএনপি নেত্রী সিলেটে গেলেন মাজার জিয়ারত করতে। এখন তিনি প্রেস কনফারেন্স ছাড়াই বাইরে যাচ্ছেন। জনগণের সঙ্গে মিশছেন, এটা ভালো দিক। এসব দেখে এখন হাসপাতাল-বাসা-বাড়িতে গিয়ে পুলিশ মানুষ খুঁজে বেড়াচ্ছে। এভাবে জনমনে ভীতি ছড়াচ্ছে সরকার। তারা যে ভয় পেয়েছে, সেটাই তাদের লক্ষণে বোঝাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়