শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তুত নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারটি!

ডেস্ক রিপোর্ট : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হতে পারে। এরই মধ্যে সেখানকার একটি ভবনের দ্বিতীয় তলার ডে-কেয়ার সেন্টারটি প্রস্তুত করা হয়েছে বলে কারা অধিদফতরের একটি সূত্র জানিয়েছে। তবে রায়ের আগে কোনো কারা কর্মকর্তা এ নিয়ে মুখ খুলতে রাজি হননি। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার মামলার রায় হওয়ার কথা। এদিকে বুধবার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের আশপাশে নতুন করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে র‌্যাব ও পুলিশ। জনসাধারণের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। প্রায় দেড় বছর আগে পুরনো এই কারাগার থেকে বন্দিদের ধাপে ধাপে কেরানীগঞ্জে নির্মিত নতুন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের পর দৃশ্যত এটি এখন ফাঁকা পড়ে আছে।

বুধবার দুপুরে র‌্যাবের সিভিল টিমের সদস্যদের কারাগারের পুরনো অভ্যর্থনা ভবন সংলগ্ন বিদ্যুতের খুঁটিতে সিসি ক্যামেরা বসাতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই পথ দিয়ে জনসাধারণের চলাচলের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

কথা হয় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক আবদুল্লাহ আল মেহেদীর সঙ্গে। তিনি বলেন, কেবল মাত্র নাজিমউদ্দিন রোডে নয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।’

জানতে চাইলে লালবাগ ডিভিশনের ডিসি ইব্রাহীম খান বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে আদালত অঙ্গন। এর আগে লাগানো সিসি ক্যামেরার সঙ্গে নতুন কিছু সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কারা অধিদফতরের নির্র্ভরযোগ্যে সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সাজা হলে তাকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখার সম্ভাবনাই বেশি। একটি ভবনের দ্বিতীয় তলার ডে-কেয়ার সেন্টারটি এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে।

সূত্রটি বলছে, সেখানে অতিরিক্ত ১০ জন কারারক্ষী মোতায়েন করা হয়েছে। এছাড়া ভেতরে-বাইরে মিলে ২ জন ডেপুটি জেলারের থাকার ব্যবস্থা করা হয়েছে। এদের মধ্যে মহিলা জেলার কারাগারের ভেতরে এবং পুরুষ জেলার বাইরে অবস্থান করবেন। সূত্রটি জানায়, পুরনো এই কারাগারে রাখা হলে সব দিক থেকেই ভালো হবে। কেননা খালেদা জিয়ার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা রয়েছে। সেখান থেকে তাকে আদালতে আনা-নেয়ার কাজও সহজ হবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়