শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৯ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা ফাল্গুনে ‘সন্ধ্যার মেঘমালা’

ডেস্ক রিপোর্ট : ‘দোহাই তোদের, একটুকু চুপ কর/ভালোবাসিবারে দে আমারে অবসর’ ভালোবাসা জানাতে ‘শেষের কবিতা’-র নায়ক অমিত রায়কে ধার নিতে হয়েছিল ইংরেজ-কবি ডনের এই প্রেমের কবিতা।

আর আমাদের তো কথাই নেই। ‘হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ তাবৎ বাঙালি প্রেমিক-প্রেমিকাদের বারংবার প্রেমের কবিতা ধার নিতে হয় রবীন্দ্রনাথের কাছ থেকে। আজীবন প্রেমিক-কবি রবীন্দ্রনাথ কিন্তু তাঁর হৃদয়াবেগ প্রকাশের জন্য কখনো কারও কাছে হাত পাতেন নি। আবেগ-আকাঙ্খা-বাসনা-বেদনামন্ডিত প্রেমের নতুন ভাষা সৃষ্টি করেছেন তিনি, স্বপ্ন-স্মৃতি-কল্পনামাখা নতুন ভাষ্য রচনা করেছেন তাঁর কবিতায়। প্রেমের বহু বিচিত্র অনুভবে,গভীর হৃদয়-বোধের স্পন্দনে কেমন রণিত হয়ে উঠেছে তাঁর কবিতাগুলি। কতভাবে প্রেমকে আবিষ্কার করেছেন তিনি, প্রেমিক হৃদয়কে ব্যাকুল বিহ্বল মগ্ন করে তুলেছেন তাঁর অজস্র কবিতায়। শোভন লোভন প্রেমে আমাদের দীক্ষা দিয়েছেন রবীন্দ্রনাথ, শরীরে মনে নতুনভাবে আমাদের ভালোবাসতে শিখিয়েছেন। তাই প্রেমে-প্রাণে-গানে রবীন্দ্রনাথের কবিতা আজ আমাদের নিত্য-সঙ্গী,নিভৃত সম্বল। আমাদের মিলনে বিরহে তাঁর কবিতার চরণের আসা-যাওয়া। এমনই সব প্রেমের কবিতা নিয়ে ঈগল মিউজিকের ব্যানারে বের হয়েছে তরুণ বাচিক শিল্পী সুকান্ত’র ষষ্ঠ আবৃত্তি অ্যালবাম ‘সন্ধ্যার মেঘমালা’। অ্যালবাম পাওয়া যাবে দেশব্যাপী রঙ-বাংলাদেশ, ঈগল মিউজিকের আউটলেটে, চট্টগ্রামের অভিজাত বইবিপনী প্রতিষ্ঠান বাতিঘর, ঢাকার শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটের সুরেরমেলা এবং বাংলা একাডেমির মহান একুশের বইমেলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়