শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:২৫ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচনায় পিস কেমন হবে!

স্পোর্টস ডেস্ক :  মিরপুরের চেনা উইকেট, তবু খুঁটিয়ে-খুঁটিয়ে দেখলেন মাহমুদউল্লাহ রিয়াদ আর খালেদ মাহমুদ সুজন। পাশে থাকা শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডিসিলভা হয়তো বুঝিয়ে দিচ্ছিলেন উইকেটের অবস্থা। স্বাগতিকদের অনুশীলন শুরুর আগে অতিথিরাও কয়েক দফা উইকেট দেখে গেছেন। শেষ টেস্ট শুরুর আগে আলোচনার কেন্দ্রে মিরপুরের উইকেট। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।

খেলা শুরুর ২৪ ঘণ্টা আগেই দুই দল বুঝে গেছে, স্পিনারদের নিয়ে ঝাঁপিয়ে পড়া ছাড়া উপায় নেই। এমনিতেই মিরপুরের উইকেটে টার্ন বেশি, ব্যাটসম্যানদের এখানে সংগ্রাম করে রান করতে হয়। এর মধ্যে উইকেট শুকনো হলে আর কথা নেই, দ্বিতীয় দিন থেকে বল শুধু নিচুই হবে না, ভীষণ ঘুরবেও।

তাই সবার ধারণা, মিরপুর টেস্টে পার্থক্য গড়ে দেবে স্পিনাররা। যে দলের স্পিনাররা আধিপত্য বিস্তার করতে পারবে, তারাই ম্যাচটা জিতবে। এখন প্রশ্ন, কোন দলের স্পিনাররা বেশি ভালো? শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল দলের তিন স্পিনারকে নিয়ে উচ্ছ্বসিত, ‘সান্দাকান উইকেট টেকিং বোলার। পিচ ভালো হলে রঙ্গনা (হেরাথ) ও দিলরুয়ান (পেরেরা) রান বেঁধে রাখার কাজ ভালো ভাবেই করতে পারবে। তবে আমরা দুজনের কাছ থেকেই উইকেট চাই। আমরা জানি, ভালো উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের ভালো ভাবে খেলতে পারবে না!’

মাঠের লড়াইয়ের আগে চান্ডিমাল হয়তো বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর মানসিক চাপ তৈরি করতে চাচ্ছেন। প্রতিপক্ষ অধিনায়কের হুঙ্কারের সামনে অবশ্য মাথা ঠাণ্ডা রাখছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেছেন, ‘শ্রীলঙ্কার স্পিনাররা ভালো, কিন্তু আমাদের ব্যাটসম্যানরাও ভালো। ওদের স্পিনারদের বিপক্ষে খেলার মতো দক্ষতা আমাদের ব্যাটসম্যানদের আছে। আমাদের শুধু ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে।’

বুধবার সকালে উইকেট দেখে দুই অধিনায়কের মুখে প্রায় একই কথা। মাহমুদউল্লাহ বলেছেন, ‘উইকেট দেখে মনে হয়েছে শুকনো। এই উইকেট স্পিনারদের জন্য সহায়ক হবে।’ আর চান্ডিমালের কথা, ‘অনেক শুকনো উইকেট, এখানে স্পিনাররাই পার্থক্য গড়ে দেবে।’

উইকেট যেমন আচরণই করুক, দুই দলের লক্ষ্য অভিন্ন। দুই দলই সিরিজ জিততে চায়। চট্টগ্রামে জয় হাতছাড়া হওয়া লঙ্কানরা কোনও রকম সুযোগ দিতে চায় না বাংলাদেশকে। অন্যদিকে বন্দরনগরীতে প্রতিরোধ গড়ে ড্র করা বাংলাদেশ মিরপুরে জিতে টেস্ট সিরিজ জয়ের আনন্দে মেতে উঠতে চায়। মাহমুদউল্লাহ বলেছেন, ‘প্রথম টেস্টে অনেক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আমরা ড্র করেছি। এবার আমাদের সামনে ভালো সুযোগ গত তিন বছরের আক্ষেপ দূর করার। ঘরের মাঠে আমরা ভালো দল। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের হারানো কঠিন।’

চট্টগ্রামের মতো মিরপুরেও একজন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সাত ব্যাটসম্যানের সঙ্গে তিন বিশেষজ্ঞ স্পিনার থাকলেও দলে পরিবর্তন আসছে। চার বছর পর অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রাজ্জাকের ফেরা অনেকটাই নিশ্চিত। এছাড়া মোসাদ্দেক হোসেনকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে সাব্বির রহমানকে। মাহমুদউল্লাহ বললেন, ‘রাজ্জাক ভাইয়ের খেলার যথেষ্ট সম্ভাবনা আছে। তবে এখনও আমরা কম্বিনেশন দাঁড় করাইনি।’

শেরে বাংলা স্টেডিয়ামে সর্বশেষ দুই টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ, হারিয়েছিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো দুই শক্তিশালী দলকে। মিরপুরে তাই ‘হ্যাটট্রিক’ জয়ের সামনে টাইগাররা। আর জিতলেই দীর্ঘ দিন পর টেস্ট সিরিজ বাংলাদেশের!বাংলাট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়