শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৪ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি দেখতে চায় সুইজারল্যান্ড

মাহাদী আহমেদ : বাংলাদেশের সাথে ক্রমবর্ধমান সম্পর্কন্নোয়নে সন্তষ্টি প্রকাশ করে বাংলাদেশ সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট বলেছেন, তার দেশ সুইজারল্যান্ড বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ, সুস্থ্য গণতন্ত্র, গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও অর্থনৈতিক সমৃদ্ধি দেখতে চায়।

চার দিনের সরকারি সফরের শেষ দিন বুধবার বার্তা সংস্থা ইউএনবি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা নতুন সব সুযোগ গ্রহন ও সহযোগীতা সম্প্রসারনের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে ভিন্নরকম এক উচ্চতায় নিয়ে যেতে সম্মত হয়েছি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে। একটি দেশের উন্নয়নের জন্য তার আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হওয়া খুবই প্রয়োজন।

বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আমাদের দু’দেশের পারষ্পরিক সহায়তা বেশ ভালো কাজ করছে। বাংলাদেশ-সুইজারল্যান্ডের মধ্যে ২০৩০ সাল পর্যন্ত হওয়া এজেন্ডাটি দু’দেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।
বাংলাদেশ সফর কেমন কেঁটেছে এমন প্রশ্নের উত্তরে সুইস প্রেসিডেন্ট বারসেট বলেন, তার বাংলাদেশ সফরটি খুবই সফল ও ফলপ্রসু হয়েছে। তিনি বাংলাদেশ সরকারের উষ্ঞ আপ্যায়নে খুবই খুশী।

বাংলাদেশ-সুইজারল্যান্ডের মধ্যে বন্ধুত্যপূর্ণ সম্পর্ককে আরও গাঢ় ও শক্তিশালী করতে তারা উভয় দেশই বেশ আগ্রহী।

বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে করা এক প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশটিতে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে যা কি না প্রশংসার দাবি রাখে। তিনি বাংলাদেশ-সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন। ইউএনবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়