শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৪৭ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার: কাদের

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার রায় ঘিরে বিএনপির নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি ‘নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে সরঞ্জাম জমা’ করছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন,গত মাসে হাইকোর্ট এলাকায় খালেদা জিয়ার বহর থেকে পুলিশের ওপর হামলার পর বিভিন্ন জেলা-উপজেলা থেকে আইনশৃংখলা বাহিনীর কাছে ‘নাশকতার প্রস্তুতির’ ওই খবর আসে।

এই উদ্বেগ-উৎকণ্ঠার জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, মামলা হচ্ছে আদালতের বিষয়, আদালতের অঙ্গন থেকে মামলা কেন রাজনীতির মাঠে চলে এল? সেটা তো আগে কখনও আসেনি। এবারই প্রথম রায় নেতিবাচক হলে বিএনপি রায় মেনে নেবে না। তারা বলছে, প্রধানমন্ত্রী নাকি রায় লিখে দিয়েছেন, এসব কথা কি আদালত অবমাননার শামিল নয়?

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আমাদের দুর্ভাগ্য কী ধরনের দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছি ভবিষ্যৎ বংশধরদের জন্য? আইন-আদালতের বিষয়কেও নোংরা রাজনীতির খেলায় নিয়ে এসেছে বিএনপি।

৩০ জানুয়ারি হাইকোর্টের সামনে পুলিশের প্রিজনভ্যানে হামলার কথা তুলে ধরে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রিজনভ্যানে হামলা এবং অপরাধী ছিনিয়ে নেওয়ার এই দৃষ্টান্ত প্রকাশ্য দিবালোকে ঘটেছে। এই ঘটনা ঘটার পর পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিভিন্ন জেলা-উপজেলা থেকে অনেক ইনফরমেশন আসে যে, তারা নাশকতা করার সরঞ্জাম জমা করছেন এবং নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে।

তিনি বলেন, এই তথ্যের ভিত্তিতেই জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করতে পুলিশকে সতর্ক হতে বলা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে সারা দেশে কঠোর অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ভীত হবে কেন? খালেদা জিয়া যদি বেকসুর খালাস পায় তাহলে অসুবিধা কোথায়? তাহলে নির্বাচনটা অংশগ্রহণমূলক, সেখানে বড় দল হিসেবে বিএনপিও অংশগ্রহণ করুক- সেটা আমরা চাই। প্রতিদ্বন্দ্বী ছাড়া আমরা ফাঁকা মাঠে গোল দেব, সেই চিন্তা আমরা করি না।

বৃহস্পতিবার আওয়ামী লীগের কোনো পাল্টাপাল্টি কর্মসূচি আছে কিনা-এমন প্রশ্নের জবাবে অসন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, পাল্টাপাল্টি বলতে কী আপনারা মজা পান? আমরা পাল্টাপাল্টি করিনি তো। আদালতের বিষয় নিয়ে আমরা কেন রাজনীতিতে পাল্টাপাল্টি কবর? এটি হলো দুর্নীতির বিষয়। দুর্নীতির অপরাধ, দুর্নীতির অপরাধের বিচার আদালতে হবে। এই নিয়ে রাজপথে আমাদের কী করার আছে?

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দীপু মনি, আবদুস সোবহান গোলাপসহ আরও অনেকে।

উল্লেখ্য, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রায় দেবেন আদালত। দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের এই মামলার প্রধান আসামি খালেদা জিয়া দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন প্রবেশপথে আইনশৃংখলা বাহিনীর তল্লাশিচৌকি বসানো হয়েছে।

এই রায় ঘোষণা সামনে রেখে সারা দেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নাশকতা ঠেকাতে ইতিমধ্যে ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়