শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৪ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলিটিক্যাল কারণে জেল হতেই পারে, মিথ্যা মামলা হতেই পারে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জেল, আদালত দেখে ভয় পান কেন? পলিটিক্যাল কারণে জেল হতেই পারে, মিথ্যা মামলা হতেই পারে। বঙ্গবন্ধু সারা জীবন জেল খেটেছেন। এমন কোনো জেল নেই যেখানে বঙ্গবন্ধু আটক ছিলেন না।’

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন নাসিম। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) আজ সেখানে শিক্ষাবৃত্তি-২০১৮ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল।

ডুসাকের সভাপতি হাসানুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, সাংবাদিক আহমেদ পিপুল প্রমুখ। অনুষ্ঠানে আর্থিক অসচ্ছল ও মেধাবী অর্ধশত শিক্ষার্থীকে এককালীন পাঁচ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।

আগামীকাল ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হওয়ার দিন ধার্য রয়েছে। ওই মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী আজ বলেন, ‘জেল, আদালত দেখে ভয় পান কেন? পলিটিক্যাল কারণে জেল হতেই পারে, মিথ্যা মামলা হতেই পারে। বঙ্গবন্ধু সারা জীবন জেল খেটেছেন। এমন কোনো জেল নেই যেখানে বঙ্গবন্ধু আটক ছিলেন না। নির্যাতনের শিকার আমরা সবাই হয়েছি। জেল-জুলুম নির্যাতন সহ্য না করলে মানুষের জন্য কাজ করবেন কীভাবে। আজকে কয়েকদিন ধরে বিএনপি এমন আচরণ সৃষ্টি করেছে যেন জেলে যাওয়ার আগে জেল হয়ে গিয়েছে।’

অহেতুক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে নাসিম বলেন, ‘বাংলাদেশে মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। আমরা যারা রাজনীতি করি জেল এটা তো নিয়মিত কারবার। আজকে মন্ত্রী আছি, আগামীকাল জেলে যাব। এটা তো রাজনীতিবিদদের নিয়ম। যে জেল খাটে নাই সে তো পলিটিশিয়ান হতে পারে না। রাজনীতির জন্য জেল একটা অলংকার। আমরা নিজেরা অনেক সময় গর্ব করে বলি কে কতবার জেল খেটেছি।’

খালেদা জিয়া তাঁর স্বামীর হত্যাকাণ্ডের বিচার করেননি উল্লেখ করে নাসিম বলেন, সামনে নির্বাচন। আইনের শাসনের জন্য যা যা করা দরকার, সব করবে সরকার। যে অন্যায় করেন না কেন, আজ হোক কাল হোক বিচার হয়, তা প্রমাণ হয়ে গেল। আপনি যে এত বড় বড় কথা বলেন, আপনি তো আপনার স্বামী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার করেননি। যে স্বামীর হত্যার বিচার করেনি, সে কার হত্যাকাণ্ডের বিচার করবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ন্যায়বিচারের কথা বলা একটি তামাশা বলে মন্তব্য করেন স্বাস্থমন্ত্রী। তিনি বলেন, ‘খালেদা জিয়া আদালতে গিয়ে ন্যায়বিচারের কথা বলেন, এটা তামাশা ছাড়া কিছুই নয়। আপনি একাধিকবার দেশের ক্ষমতায় ছিলেন। আপনার স্বামী জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, এরশাদ সাহেব ক্ষমতায় ছিল। কারো আমলে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেননি। বরং কালো আইন করে বিচার বন্ধ করা হয়েছে। কিবরিয়া হত্যার বিচার করেননি। আপনার মুখে ন্যায়বিচারের কথা মানায় না।’

আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটার জন্য দায়ী বিএনপি নেত্রী খালেদা জিয়া উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, আপনারা আতঙ্ক সৃষ্টি করেছেন। আপনার নিরাপত্তার দায়িত্বে পুলিশ গিয়েছে, তাদের ওপর হামলা চালিয়েছেন। আপনি তখন গাড়ির ভেতর বসা। রায়কে কেন্দ্র করে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে বিএনপি নিজেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়