শিরোনাম
◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম ব্রাইটনের গায়ের রঙ কালো, চোখ ছিলো নীল

পরাগ মাঝি : প্রথম আধুনিক ব্রাইটনের গায়ের রঙ ছিলো কালচে, আর চোখ ছিলো নীল। বুধবার যুক্তরাজ্যের লন্ডনে যুগান্তকারী এই তথ্যটি প্রদান করেন একদল বিজ্ঞানী। তারা একটি মানুষের কঙ্কাল থেকে ডিএনএ পরীক্ষা করে এমন সিদ্ধান্তে পোঁছান। কঙ্কালের মানুষটি ১০ হাজার বছর আগে ইংল্যান্ডে বসবাস করেছিলো। ১৯০৩ সালে একটি কবরে তার কঙ্কালটি আবিষ্কার করা হয়। কঙ্কালটিকে সাধারণত ‘শেদ্দার ম্যান’ বলে ডাকা হয়। শেদ্দার ইংল্যান্ডেরই একটি এলাকার নাম।

ইয়াহু নিউজ জানায়, যুক্তরাজ্যের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের যৌথ উদ্যোগে বিজ্ঞানীরা ‘শেদ্দার ম্যান’র খুলিতে ২ মিলিমিটারের একটি গর্ত খুঁড়ে পরীক্ষার জন্য হাড়ের গুড়ো সংগ্রহ করেন।

পরীক্ষা-নীরিক্ষার পর শেদ্দার ম্যানকে নিয়ে পূর্বের সব ধারণা পাল্টে যায় বিজ্ঞানীদের। কারণ ইতোপূর্বে ধারণা করা হয়েছিলো শেদ্দার ম্যান’র গায়ের চামড়া ফর্সা এবং চোখ ছিলো বাদামী।

হিস্টোরি মিউজিয়ামের গবেষক ক্রিস স্ট্রিংগার বলেন, ‘এটা খুবই অবাক করা ব্যপার যে, ১০ হাজার বছর আগের ব্রাইটনরা কালো শরীর আর নীল চোখের ছিলো।’

শেষ বরফ যুগের পর শেদ্দার ম্যানের গোত্র যুক্তরাজ্যে প্রবেশ করেছিলো। তার ডিএনএ আধুনিককালে স্পেন, হাঙ্গেরি ও লুক্সেমবার্গে আবিষ্কৃত কঙ্কালের ডিএনএর সঙ্গে সংযোগ রয়েছে। প্রায় তিন মাসের পরিশ্রমে বিজ্ঞানীরা কাঁধ পর্যন্ত চুল সহ শেদ্দার ম্যানের একটি থ্রিডি আবক্ষ কাঠামো তৈরী করেছেন। এই কাঠামো তৈরীতে মুখ্য ভূমিকা পালন করা এলফোন্স ক্যানিস বলেন, ‘ডিএনএ পরীক্ষাটি ছিলো যুগান্তকারী। এটা আসলে ইতিহাসের সব অভিবাসনের একটি বিবরণ।’

ক্যানিস আরও বলেন, ‘আমরা আসলে সবাই অভিবাসী।’ ইয়াহু নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়