শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক পর্ষদে একই পরিবারের চার সদস্য থাকার সুযোগ কার্যকর

আনোয়ার হোসেন: ব্যাংক পরিচালনা পর্ষদে একই সাথে এক পরিবারের চার সদস্য থাকার সুযোগ দিয়ে করা সংশোধিত আইন অনুযায়ী ব্যাংক পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা আগে সর্বোচ্চ দুই জনে সীমাবদ্ধ ছিলো। বুধবার বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ০৪ নং আইন) ২০১৮ সালের ২৮ জানুয়ারি কার্যকর হয়েছে এবং একই তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। এই আইনের ধারা অনুযায়ী ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ৩, ধারা ৭, ধারা ৮, ধারা ১৫, ধারা ১৫কক, ধারা ১০৯ এবং ধারা ১১৮-এর বিধানগুলোয় কিছু পরিবর্তন সাধিত হয়েছে। পরিবর্তিত বিধানগুলোর নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিতে ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮ এর গেজেট মেনে চলার নির্দেশ দেওয়া হল। এছাড়া প্রতিটি ব্যাংকের পরবর্তী পরিচালনা পর্ষদ সভায় ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০১৮ অবগতির লক্ষ্যে উপস্থাপনের জন্যও পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের এই বিজ্ঞপ্তিতে ২০১৮ এর গেজেট কপিও সংযুক্ত করা হয়। ২৮ জানুয়ারী ২০১৮ তারিখের গেজেটে ৫নং অনুচ্ছেদে বলা হয়, ১৯৯১ সনের ১৪ নং আইনের ১৫ ধারার সংশোধন হচ্ছে, ১৫ এর ‘খ’ উপধারা (১০) এ উল্লিখিত ‘দুজনের’ শব্দটির পরিবর্তে ‘চারজনে’ প্রতিস্থাপিত হবে।

উল্লেখ্য, সমালোচনার মধ্যেই গত ১৬ জানুয়ারি জাতীয় সংসদে সংশোধন হয় ব্যাংক কোম্পানি আইন। এর ফলে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে একসঙ্গে একই পরিবারের ৪জন সদস্য থাকার সুযোগ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিরোধী দল সংসদে ওয়াকআউটও করে। তাদের অভিযোগ, এই সংশোধিত আইন ব্যাংক খাতকে ধ্বংস করে দিবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়