শিরোনাম
◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:২৪ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেদুইনদেরকেও তাড়িয়ে দিচ্ছে ইসরায়েল

সজিব সরকার: ইসরায়েলের নেগেভ মরুভুমিতে এবং এর আশেপাশের অঞ্চলে ১০ হাজারেরও বেশি বেদুইন বসবাস করে, যেখানে ফসফেট খনিতে কাজ করা হবে। এজন্য স্থানীয় বেদুইনদের পুনর্বাসন করা হবে। দ্য জেরুজালেম পোষ্ট’কে বদুইন বিষয়ক সরকারী নীতি নির্ধারক জানায়, ইতোমধ্যে তাদের মধ্যে অনেকেই নতুন শহরে মনোনিবেশ করছে।

নেগেভে বেদুইনের উন্নয়ন ও নিষ্পত্তি বিষয়ক কর্তৃপক্ষের প্রধান আইর মায়ান বলেন, তাদের পুনর্বাসনের সিদ্ধান্তের পিছনে খনি কর্তৃপক্ষের কোন প্রভাব নেই। বরং তা মন্ত্রীপরিষদ থেকে অনুমোদন দেয়া হয়েছে। ২ থেকে ৩ হাজার বেদুইনকে কুসেইফা এবং অন্যান্য এলাকায় স্থানান্তরিত করা হবে।

এ সিদ্ধান্তের ব্যাপারে দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিজম্যান বলেন, খনিতে কাজ করা হলে তা স্থানীয় জনগনের জন্য ক্ষতিকর হবে, অনেকের প্রাণনাশও হতে পারে। তাদেরকে এর ভয়াবহতা জানানো এবং তাদের তা থেকে তাদের মুক্ত করা আমাদের দ্বায়িত্ব।

বেদুইন কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, তারা এখন যেখানে বসবাস করছে তা স্বীকৃত নয়। তাদেরকে একটি বৈধ জায়গায় স্থানান্তরিত করা হবে।

তবে, তাদের পুনর্বাসনের ব্যাপারে খুশি নন সাধারণ জনগণ। ৭০বছর বয়সী আবু জুদেহ বলেন, ‘প্রত্যেকটি মানুষ ভীত, কি হতে যাচ্ছে, এরকম সময় আমরা কি করতে পারি। স্থানীয় এক নেতা ওসেফ কাবোহ বলেন, ‘তারা আমাদের কিছু না জানিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে। আপনি এভাবে হঠাৎ করে স্থানীয় কাউকে না জানিয়ে এরকম সিদ্ধান্ত নিতে পারেন না। দি জেরুজালেম পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়