শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেকোনো পরিস্থিতিতে অামরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবে সিএইচসিপির কর্মীরা

আহমেদ জাফর : যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক হেল্থ কেয়ার প্রাভাইডার (সিএইচসিপি)কর্মীরা চাকরী জাতীয় এবং রাজস্বা করণের দাবীতে অামরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে সিএইচসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের মূখ্যপাত্র আব্বাজ উদ্দিন লিটন কথা জানান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে রাজপথসহ সারাদেশে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে। তা সত্ত্বেও রাজধানীর প্রেসক্লাবের সামনে (সিএইচসিপির) চলমান অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বক্তারা বলেন, আমরা আমাদের আন্দোলনের মাঠ একবার ছেড়ে দিলে অস্তিত্বের সংকটে পড়ে যাবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমঝোতায় কর্মসূচি চলবে। যদিও পুলিশ-প্রশাসন থেকে আমাদেরকে নিরাপত্তার জন্য চলে যেতে বলা হয়েছে। তবুও আমরা থাকবো।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা বঙ্গবন্ধু আদশের সৈনিক। হাসপাতালে মানুষের সেবার কাজ বাদ দিয়ে রাজপথে আন্দোলন করতে চাই না। আমাদের রাজস্বকরণের দাবি মেনে নিন। ১ ফের্রুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচিতে গিয়ে ইতোমধ্যে প্রায় ৭৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মো. শহীদুল ইসলামের বলেন,যৌক্তিক অধিকার আদায়ে নেতৃত্বে দেয়ায় আন্দোলনরত সিএইচসিপিদের কর্মীদের দমিয়ে রাখতে ৮ জনকে বহিস্কার করেছে (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তর। তার পর একর্মসূচি চালিয়ে যাব।

সিএইচসিপি'র আহ্বায়ক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. কামাল হোসাইন সরকার, সদস্য সচিব নঈম উদ্দীন, জারর রহমান, ইশতিয়াক আহমেদ সুমন মাদবরসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়