শিরোনাম

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫১ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ ভবনের স্থাপত্য শৈলী দেখে মুগ্ধ সুইস প্রেসিডেন্ট

আসাদুজ্জামান সম্রাট : বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থাপত্য শৈলী দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট মি. অ্যালেন বেরসে।

বুধবার জাতীয় সংসদ ভবন পরিদর্শনকালে তাঁর এই মুগ্ধতা প্রকাশ করেন। সংসদ ভবন পরিদর্শনকালে সুইজারল্যান্ডের মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবনের স্থাপত্য শৈলীর প্রশংসা করেন। এসময় তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষ এবং বিভিন্ন লবি পরিদর্শন করেন।

জাতীয় সংসদে সুইজারল্যান্ডের মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। আরও স্বাগত জানান জাতীয় সংসদের চিফ হুইপ আ. স ম ফিরোজ এমপি, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি, হুইপ ইকবালুর রহমান এমপি ও হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি

এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত রেনে হোলেষ্টাইন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়