শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

উপল বড়ুয়া: তাইওয়ানে ৬.৪ মাত্রার ভয়ানক ভূমিকম্পে এই পর্যন্ত শতাধিক ব্যক্তির নিখোঁজের খবর পাওয়া গেছে। তারমধ্যে তাইওয়ানের উত্তরদক্ষিণ শহর হলেইনের একটি বহুতল ভবনের ধ্বংস স্তুপের নিচে আটকে পড়েছে আরো ৪০ জন।

মঙ্গলবার স্থানিয় সময় ভোররাতে ৬.৪ মাত্রার বিশাল ভূমিকম্পটি শহরের উত্তরের দিকে ২২ কিলোমিটার (১৩ মাইল) জুড়ে আঘাত হানে। এই ভূমিকম্পে কমপক্ষে ৭ জন নিহত ও ২৫৪ জন্য লোক আহত হয়েছে। তাছাড়া ভূমিকম্পের ফলে তাইওয়ানের পূর্বের একটি দ্বীপে কয়েকটি সেতু ভেঙে পড়েছে এবং রাস্তাঘাটে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

ভেঙে পড়া ভবনটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এর ফলে অগ্নিনির্বাপক বাহিনী যে কোন প্রকার দূর্ঘটনা এড়াতে রাস্তায় অবস্থান নিয়েছে। জরুরি কাজে নিয়োজিত কর্মীরা ভেঙে পড়া ইউন মেন সুই টি ভবনে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে নিয়োজিত রয়েছে। এই ভবনটি ছিল বিশাল আবাসিক ও বাণিজ্যিক কমপ্লেক্স।

শহরের অন্যান্য ক্ষতিগ্রস্থ ভবনগুলিতেও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে উদ্ধারকর্মীরা। আহতদের মধ্যে ৯ জাপানির সন্ধান পাওয়া গেছে এবং তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও ৩১ জন বিদেশী আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১৪ জন কোরিয়ান, ৯ জন জাপানি, ২ জন চেক, ২ জন সিঙ্গাপুরিয়ান এবং ১ জন ফিলিপিনো রয়েছে।

হলেইন শহরটি তাইওয়ানের বিখ্যাত পর্যটন এলাকাটি তারাকো জর্জের কাছাকাছি অবস্থিত। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়