শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঢাকা টেস্ট ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ, বোলারদের জন্য সুবিধা’

নিজস্ব প্রতিবেদক : রোমাঞ্চ জাগিয়ে ড্র হওয়া চট্টগ্রাম টেস্টে দুদলই রান পেয়েছে পর্যাপ্ত। তবে ঢাকা টেস্টে রান করাটা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন টাইগার ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সঙ্গে এখানে বোলারদের প্রাধান্য থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি।

ঢাকা টেস্টের আগে বুধবার সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট সম্পর্কে জানতে চাইলে রিয়াদ বলেন, ‘পিচ দেখে ড্রাই মনে হলো। বোলাররা সুযোগ পেলেও ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হবে। আগের সিরিজেও দেখা গেছে যে এখানে বোলারদের জন্য কিছুটা সুযোগ ছিল। ব্যাটসম্যাদের জন্য মনোযোগটা গুরুত্বপূর্ণ। তারা যদি তাদের সেরাটা দিতে পারে তাহলে আশা করি, আমরা ভালো একটা স্কোর দিতে পারব।

গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর সাকিব আল হাসান টেস্ট সিরিজে খেলতে পারছেন না। সাকিবকে নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আসলে সাকিবের অভাব পুরণ করাটা আমাদের পুরো টিমের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। ওয়ার্ল্ড ক্লাস বোলার ও ব্যাটসম্যান। সবদিক থেকেই সে এগিয়ে। কিন্তু আমাদের যে স্পিন অ্যাটাক আছে হয়তো তাদের দিয়ে আমরা সাকিবের অভাব পুরণ করতে পারব।’

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। ম্যাচটিতে প্রতিদিন খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়