শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্চে আসছে সাকিবকে নিয়ে গান ‘অপরাজেয়’

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে আসছে গান। গানটির শিরোনাম ‘অপরাজেয়’। আগামী মার্চে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে। গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহাদ এবং জেফার রহমান। সুর ও সঙ্গীত পরিচালনা করছে ‘নেমেসিস’ ব্যান্ড।

গত ৫ ফেব্রুয়ারি সাকিব আল হাসান ইয়োন্ডার মিউজিক অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অ্যাপে সাকিবের পছন্দ মতো গানের একটা প্লে লিস্ট থাকবে। আর ‘অপরাজেয়’ শিরোনামে লেখা এই গানটিও থাকবে প্লে লিস্টের মধ্যে।
গানের কথায় এই তারকাকে নিয়ে সবার ভালোবাসা ফুটে উঠেছে। গানটির প্রোজেক্ট কো-অর্ডিনেটর চিশতী ইকবাল বলেন, ‘অপরাজেয় শিরোনামের গানটি ভিডিও আকারে প্রকাশ করা হবে। গানটিতে উপস্থিত থাকবেন সাকিব।

এদিকে গানটির লেখক রবিউল ইসলাম জীবন বলেন, আমি বাংলাদেশ ক্রিকেটের গভীর ভক্ত। এর আগেও বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক গান লিখেছি। গত বছর মাশরাফিকে নিয়ে লিখেছিলাম। তাই এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে লিখলাম। তাকে নিয়ে তার ভক্তরা যেভাবে চিন্তা করেন, সেই কথাগুলোই গানের কথায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

অন্যদিক, গানটিতে কণ্ঠ দিয়ে নিজের আনন্দের কথা জানান গায়িকা জেফার রহমান। তিনি বলেন, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের গর্ব। তার কারণে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে। তার গানে কণ্ঠ দিতে পেরে সত্যিই আমি আনন্দিত। - ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়