শিরোনাম
◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৭ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহেলকে গ্রেফতারের খবরটি অপপ্রচার: আছাদুজ্জামান মিয়া

সজিব খান: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করার অভিযোগ অস্বীকার করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কোনো ইউনিট বিএনপি নেতা সোহেলকে গ্রেফতার করেনি। বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার।

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের হেড কোয়ার্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন মাধ্যমে সোহেলকে গ্রেফতারের যে খবরগুলো আসছে তা সত্য নয়। আমি আইন শৃঙ্খলাবাহিনীর সকল ইউনিটের সঙ্গে যোগাযোগ করেছি, কেউ তাকে গ্রেফতার করেনি। মূলত জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে।

এসময় তিনি বলেন, আগামীকাল ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়  ঘোষণার দিনে কেউ যদি সহিংসতা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক বিন্দু ছাড় দেওয়া হবে না। শক্তহাতে দমন করা হবে। মানুষের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

সূত্র: প্রথম আলো, বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়