শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:২৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এমসিকিউ তুলে দেওয়া ঠিক হবে না’

আশিক রহমান : প্রশ্নফাঁস ঠেকাতে মাল্টিপল চয়েস অব কোয়েশ্চন (এমসিকিউ) বা বহু নির্বাচনি প্রশ্ন পদ্ধতি তুলে দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে না বলে মনে করেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, এমসিকিউরই তো প্রশ্নফাঁসের শুধুমাত্র বা একমাত্র কারণ নয়। যেকোনো প্রশ্নই তো ফাঁস হচ্ছে। যেকোনো প্রশ্নফাঁসের ঘটনাই কোনো শুভ কাজ নয়। কিন্তু এমসিকিউর তুলের দেওয়া সিদ্ধান্ত অনেকটা শরীর ছেড়ে লেজ ধরার মতো। লেজ ধরলে তো শরীর ধরা যায় না কোনোমতেই। আমি মনে করি না যে, বহু নির্বাচনি প্রশ্ন পদ্ধতি বা এমসিকিউর তুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক।

প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউর পদ্ধতি তুলে দেওয়ার পক্ষে না থাকলেও বারবার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার দুরাবস্থায় উদ্বিগ্ন এই শিক্ষাবিদ। শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের কঠোর সমালোচনা করে ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বর্তমান সরকারের শাসনামলে প্রশ্নফাঁস তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শিক্ষামন্ত্রী কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই নিয়ন্ত্রণ করতে না পারার কারণ হচ্ছে আজও পর্যন্ত প্রশ্নফাঁসের ব্যাপারে কাউকে অভিযুক্ত করা হয়নি।

মাঝেমধ্যে হয়তো গ্রেপ্তার হয়েছে, কিন্তু প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযুক্ত বা বিচারও করা হয়নি। বিচার করে যদি চটজলদি দ- দেওয়া যেত তাহলে প্রশ্নফাঁস রোধ করা যেত। কারণ প্রশ্নফাঁসের সঙ্গে একটা আর্থিক ব্যাপার জড়িয়ে আছে। প্রশ্নফাঁস করে তারা (প্রশ্নফাঁসকারী) প্রচুর অর্থ উপার্জন করতে পারে। তারা আইনের চোখে অপরাধী। অপরাধীকে অপরাধের শাস্তি দিতেই হবে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা এটাকে শিক্ষাব্যবস্থা না বলে শিক্ষা অব্যবস্থা বলা যায়। তার ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। কারণ দক্ষ জনশক্তি তৈরি করতে হলে গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষায় যদি এ ধরনের অনিয়ম হয় তাহলে তো আমাদের ভবিষ্যৎই সংকটের মধ্যে পড়ে যাবে বলেও মনে করেন এই ইতিহাসবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়