শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি এজাজউদ্দিন জানান, বুধবার সকাল ৮ দিকে ভাঙ্গা উপজেলা সদরের চৌরাস্তা এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩৫ বছর বয়সী আবুল হোসেন ছিলেন ওই অটোরিকশার চালক। তার বাড়ি ভাঙ্গার পাচকুল মালিগ্রামে। আর খালেদা বেগম (২৫) ভাঙ্গা পৌর এলাকার চৌধুরী কান্দা এলাকার শহীদুল ইসলাম স্ত্রী। নিহত বাকিদের পরিচয় পুলিশ তাৎক্ষণিকভঅবে জানাতে পারেনি।

ওসি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাটি মালিগ্রা থেকে যাত্রী তুলে চৌরাস্তা এলাকা দিয়ে যাওয়ার সময় খুলনা থেকে গাজীপুরগামী ইমা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এজাজউদ্দিন জানান, দুর্ঘটনার পর বাস নিয়ে চালক দ্রুত চলে যাওয়ায় পুলিশ ধরতে পারেনি। নিহতদের মরদেহ আপাতত ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়