শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৫৫ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেনমার্কে জনসম্মুখে নারীদের মুখঢাকায় অর্থজরিমানা


সান্দ্রা নন্দিনী: মুসলিম নারীদের জনসম্মুখে মুখঢাকা পর্দাপ্রথায় অর্থজরিমানা আরোপের পরিকল্পনা করেছে ডেনমার্ক সরকার। মঙ্গলবার এ পরিকলপনার কথা ঘোষণা করা হয়। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসম্মুখে বা প্রকাশ্যে মুখ ঢেকে রাখলে তাৎক্ষণিকভাবে জরিমানা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ফ্রান্স ও অন্যান্য কয়েকটি দেশের মত ডেনমার্কও মুসলিম নারীদের বোরকা ও হিজাব পরায় কড়াকড়ি আরোপ করলো।

ডেনমার্কের মধ্য-ডানপন্থী জাতীয়তাবাদী সরকার জানায়, খুব তাড়াতাড়ি নারীদের প্রকাশ্যে মুখ ঢেকে চলার জন্য জরিমানা নির্ধারণে আইন প্রণোয়ন করা হবে। এমনকি, এ আইন প্রণোয়নের ক্ষেত্রে এর পক্ষে-বিপক্ষে ভোটের মাধ্যমে মতামত দেওয়ারও কোনও সুযোগ থাকবে না। এছাড়া, নিষেধ সত্ত্বেও বারবার একই অপরাধ সংঘটিত হলে, তারজন্য ১ হাজার ৬৫৮ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা ধার্য হবে।

প্রসঙ্গত, মুসলিম নারীদের বোরকা ও হিজাব পরা নিয়ে ইউরোপজুড়ে বিভক্ত মতবাদ দেখা যায়। একদল মনে করে, এতে বাধা দেওয়া নারীদের ধর্মীয় স্বাধীনতার পথে বাধা দেওয়ার সামিল। অন্যদিকে, আরেকদল কঠিন যুক্তি দেন এই বলে যে, নারীদের পুরো বা অর্ধ শরীর ঢেকে পর্দা করার নিয়মটি হল সম্পূর্ণভাবে নারীর প্রতি নিপীড়ন ও অবদমনের প্রতীক। রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়