শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধরপাকড়ের মাধ্যমে সরকার ঘোলাটে পরিস্থিতি তৈরি করছে (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ: ৮ ফেব্রুয়ারি সকাল থেকে রাজধানীতে সকল ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমি বলবোা বস্তুত আওয়ামী লীগ ও বিএনপির মাঝে এক প্রকার সংঘর্ষ শুরু হয়ে গেছে। ৮ ফেব্রুয়ারির পরে এই সংঘর্ষের বিষয়টা একটা চরম অবস্থায় পৌঁছে যাবে। আওয়ামী লীগ ধরেই নিয়েছে, যেভাবেই হোক বিএনপিকে রাজধানীতে মিছিল ও সভা-সমাবেশ করতে দেওয়া হবে দিবে না। সেই সাথে পুলিশও একটা শক্ত অস্থান নিয়েছে। বিএনপির লোকদেরকে যেভাবে ধরপাকড় করা হচ্ছে তাদের বিএনপি ৮ ফেব্রুয়ারিতে খুব একটা শক্ত অবস্থানে যেতে পারবে না।

শনিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সাংবাদিক, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার মামলায় একটি আইনি অংশ আছে কিন্তু এটা বড় কোনো বিষয় নয়। বড় বিষয় হচ্ছে এই রায়টা নির্বাচনের উপর কতটা প্রভাব ফেলবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আমরা নির্বাচনে যাবো আর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি না গেলেও আমরা নির্বাচনে যাবো। এই ধরণে কথা শুনে আমরা অনেক কনফিউস্ড হয়ে যাই। এই দুই রাজনৈতিক দলের কথা শুনে মনে হচ্ছে তারা উভয়ই নির্বাচন করতে চায়। তাহলে তারা কেন এমন সঙ্কটময় পরিস্থিতি তৈরি করছে? আমার মনে হয় আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলই নির্বাচন সম্পর্কে ভালো ধারণা নিতে পারে নি।

আফসান চৌধুরী আরো বলেন, সরকার ধরপাকড়ের মাধ্যমে একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি করছে। আমি যদি একটি মামলার কথা না বলে আমাদের ৪৭ বছরের রাজনীতির কথা বলি তাহলে আমি বলবো আমাদের রাজনীতির অবস্থা খুবই দুর্বল। এই রাজনীতি এতোটাই দুর্বল যে একটি নির্বাচন সামলাতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়