শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী হবে ৮ ফেব্রুয়ারি?

আনিস আলমগীর : জিয়া অরফানেজ মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা আর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা–দীর্ঘ ৭/৮ বছর আদালতে আইনি প্রক্রিয়ায় শুনানির পর এখন রায়ের পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৮ বেগম খালেদা জিয়ার অরফানেজ মামলার রায় হবে।
এই মামলাগুলো নিয়ে বিএনপি রাজনীতি করছে বেশি আর আওয়ামী লীগও রাজনীতি কম করছে না। মামলাগুলো আসলে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপির মূল নেতৃত্ব বেগম জিয়া এবং তারেক জিয়ার হাতে। তারেক জিয়ার মানি লন্ডারিং মামলায় ৭ বছরের জেল হয়েছে। তিনি দেশে নেই। গত ৮/৯ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য বিদেশ গিয়ে আর ফিরে আসেননি। বর্তমান মামলায়ও তারেক জিয়া আসামি।
সবাই আশঙ্কা করছেন এ মামলায় যদি বেগম জিয়ার জেল হয় দলটি নেতৃত্বের অভাবে পড়বে। আবার এ বছর নির্বাচনের বছর। সুতরাং মূল নেতৃত্ব দলের বাইরে থাকলে নির্বাচন করাও মুশকিল হতে পারে। সম্ভবত এ কারণেই বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে তারা খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে না।

বুঝাই যায় প্রস্তাবটি আবেগের। এটা বাস্তবতা ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে গ্রহণ করা হয়েছে বলে মনে হচ্ছে না। কারণ, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে আরও বড় ঝুঁকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না অনুরূপ যে বিধানটি রয়েছে তা সুস্পষ্টও নয়। এ বিধানটির আদালতের ব্যাখ্যার প্রয়োজন। আর ধরে নিলাম রায়ের কারণে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু তার দলের পক্ষে নির্বাচনি প্রচারণায় তো অংশগ্রহণ করতে পারবেন।

আমরা ভারতের বিহার রাজ্যে দেখেছি, লালু প্রসাদ যাদব নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি তবে প্রচারণায় অংশ নিয়েছিলেন। আর তার দল রাষ্ট্রীয় জনতা দল ৮০ সিটে জিতেছিলো। সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও রাষ্ট্রীয় জনতা দলই সবচেয়ে চেয়ে বেশি আসন পেয়েছিলো এবং নীতিশ কুমারদের সঙ্গে যৌথভাবে সরকার গঠন করেছিলো।

রাজনীতির পথ কখনও কুসুমাস্তীর্ণ হয় না। কখনও কখনও দুঃখ-কষ্টও বরণ করতে হয়। আমার মনে হয় না আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনও সুযোগ অবশিষ্ট আছে। সমঝোতার সব পথ বিএনপিই বন্ধ করে দিয়েছে। বিএনপি নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এমন কিছু অসৌজন্যতা দেখিয়েছেন যে এক টেবিলে বসার পরিস্থিতি আর অবশিষ্ট আছে মনে হয় না।

বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ৮ ফেব্রুয়ারি তারা এক লক্ষ কর্মী সমবেত করবে। এবং যা উপলব্ধি করছি এজন্য তারা যথেষ্ট কাজও করছে। রায়ের পর তারা যদি গণ্ডগোল সৃষ্টি করতে চায় তাতেও ফল খুব ভালো হবে না। সরকারও মজবুত প্রস্তুতি নিয়ে রেখেছে।

জনসাধারণেরও কোনও সহানুভূতি নেই এ রাজনীতির প্রতি। সুতরাং ব্যাপকভাবে সাধারণ মানুষও অংশগ্রহণ করবে না। রাজনীতিটাকে রাজনৈতিক কর্মীরা ব্যবসা বানিয়ে ফেলেছে। এখন রাজনীতি তার পূর্বের গৌরব হারিয়েছে। সামগ্রিকভাবে রাজনীতির প্রতি সাধারণ মানুষ আগ্রহ শূন্যের কোঠায় গিয়ে ঠেকেছে।

রাজনৈতিক কর্মীরা রাজনীতি করে এখন বহু অর্থবিত্তের মালিক হয়েছে এবং সঙ্গে সঙ্গে একটা কায়েমী স্বার্থ সৃষ্টি হয়েছে। এখন রাজনৈতিক অঙ্গনে যা হচ্ছে তা কায়েমী স্বার্থের সংঘাত। এতে কোনও রাজনীতি নেই। মানুষও এ রাজনীতি দিয়ে উপকৃত হচ্ছেন না। পাওয়া না পাওয়ার বেদনার সংঘাত।

২০১৩ সালের ৪ মাস আর ২০১৫ সালের প্রথম ৯৩ দিন বিএনপি আন্দোলনের নামে যা করেছিলো তাতে বহু মানুষ হতাহত হয়েছিলো। জনজীবনে দুর্ভোগেরও সীমা ছিল না তাতে। বিএনপি এতে যে ইমেজ সংকটে পড়েছিলো তা তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি। এখন অনুরূপ কোনও ভুল পদক্ষেপ নিলে মানুষের প্রতিক্রিয়া হবে বিরূপ। বিএনপির প্রয়োজন সরকারের সঙ্গে বসে আইনি কাঠামোর মধ্যে নির্বাচনকে যতটা নিরপেক্ষ ও অবাধ করা যায় তার দিকে মনোযোগ দেওয়া।

আমরা অবশ্য অনুধাবন করতে পারি যে বিএনপি কঠিন মুশকিলের সম্মুখীন হয়েছে। দক্ষ খেলোয়াড়ের মতো তা সামাল দিতে না পারলে ঘাটে ঘাটে বিপদের সম্মুখীন হবে। এমন কী দল অস্তিত্বের সংকটেও পড়তে পারে। এখন কোনও প্রশ্নের অবতারণা না করে সোজাসুজি নির্বাচনে অংশগ্রহণই হবে বিএনপির জন্য মুশকিল আসানের সহজ-সরল পথ। আমরা মনে করি তাতে দলের অস্তিত্বও রক্ষা হবে, দলীয় কর্মীরাও প্রেরণাহারা হবে না। বিএনপির মাঠপর্যায়ে জনপ্রিয়তা রয়েছে। যদি সরকার গঠন করতে না পারে পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা পালন করে সব ভুলের অপনোদনের উপায় বের করা সহজ হবে।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যা করার পরিকল্পনায় বিএনপির সংশ্লিষ্ট ছিল না– এ কথা অস্বীকার করলে হবে না। তখন বিএনপি ক্ষমতায়, বেগম জিয়া আর তারেক জিয়ার দাপটে ‘বাঘে-ছাগে’ এক ঘাটে পানি খায়। গত ৯ বছর আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বিসর্জন দিয়ে আওয়ামী লীগ বেগম জিয়ার জনসভায় একটা ফটকাও ফাটায়নি। তারা মামলা করে আইনের পথই অনুসরণ করেছে। সুতরাং আইনি পরিণতি যা হয় তাই মেনে নিতে হবে।

লাগামহীন মানুষ হত্যার ছাড়পত্র কেউ কাউকে দিতে পারে না। এ হত্যার বিচার না হলে দেশে আর আইনের শাসন অবশিষ্ট থাকে না। এটা এযাবৎকালের বৃহত্তম রাজনৈতিক হত্যাকাণ্ড। আওয়ামী লীগের প্রবীণ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন কর্মী নিহত হয়েছেন আর ১০০ কর্মী আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন।

গত ৩ ফেব্রুয়ারি বিএনপি তাদের দলের কার্যকরী সংসদের বর্ধিত সভা করেছিলো এক পাঁচ তারকা হোটেলে। সেখানে বেগম জিয়া শর্তসাপেক্ষে নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ কোনও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সম্মত নয় এবং তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের জন্য তারা শাসনতন্ত্রও পরিবর্তন করবেন না তা তারা স্পষ্ট করে বলে দিয়েছেন। মনে হচ্ছে, এ নিয়ে রাজনৈতিক বাড়াবাড়ির মধ্যেই গত দশম সংসদ নির্বাচনের মতো একাদশ সংসদ নির্বাচনও হয়তোবা অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টি তৃতীয় বৃহত্তম দল। তারা যদি এবার তিনশত আসনে নির্বাচন করে এবং রাজনীতিতে অর্থবহ ভূমিকা পালন করে তবে খালি মাঠে তাদের দ্বিতীয় শক্তি হিসেবে আবির্ভূত হওয়া বিচিত্র নয়। জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগের শাসন দেশের মানুষ দেখেছেন। কারো শাসন স্বর্ণযুগ আর কারো শাসন অন্ধকার যুগ তা-তো নয়। বরং জাতীয় পার্টির শাসনের সময় সন্ত্রাস এত ব্যাপক পরিমাণে ছিল না। আর উন্নয়নও কম হয়নি। ব্যাপক ভাঙনের কারণে পার্টির মাঝে স্থবিরতা এসেছে সত্য, তবে বিএনপি নির্বাচন বর্জন করলে আর জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে যথাযথ রাজনৈতিক ভূমিকা পালন করতে পারলে পুনরায় স্ট্রিমলাইনে জাতীয় পার্টির অবস্থান নিশ্চিত করা কোনও কল্পনার বিষয় নয়।

৮ ফেব্রুয়ারি অরফানেজ মামলার রায় হবে। তাতে বেগম জিয়ার জেল হয় না খালাস হয় তা আদালতের এখতিয়ার। রায় নিয়ে আওয়ামী লীগ নেতারা যেমন উল্টাপাল্টা কথা বলেছেন তেমনি বিএনপি ধরে নিয়েছে বেগম খালেদা জিয়ার জেল হবে। বিএনপি নেতারা বলছেন আদালত নির্দেশিত রায় দেবেন। কথাটা আদালত অবমাননাকর হলেও তারা তা বলতে দ্বিধা করছেন না এবং বেগম জিয়া বিচারের রায় নিয়ে বিরাট এক রাজনৈতিক মজমা জমিয়েছেন। এ মজমার ফাঁকে তিনি কী করতে চান তা স্পষ্ট নয়। কারণ, দলের নেতাকর্মীদের উজ্জীবিত করে তিনি কি নির্বাচন করবেন নাকি আগের মতো জ্বালাও পোড়াও আন্দোলন করবেন তা স্পষ্ট করছেন না।

কখনও বলছেন রায়ের দিন কর্মীরা শান্তিপূর্ণ অবস্থানে থাকবে, আবার দু’দিন আগে বলেছেন রাস্তা অবরোধ করবেন। তবে বিএনপি নেত্রী যদি সন্ত্রাসের দিকে যান তাতে তার ও তার দলের অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আগাম সংবাদ দিতে পারি। কারণ, মানুষ অনুরূপ কোনও আন্দোলন কামনা করে না। ৮ ফেব্রুয়ারি ঢাকা শহরে উল্লেখযোগ্য কোনও কিছু ঘটবে বলে মনে হয় না। কারণ, সরকারের কঠিন প্রস্তুতি রয়েছে।

অবশেষে সরকারকে অনুরোধ করবো, রায়ে যদি বেগম জিয়ার জেল হয় তাকে যেন তার বাসভবনকে সাব-জেল ঘোষণা করে সেখানেই রাখা হয়। কারণ, সাহায্যকারী ছাড়া বেগম জিয়া চলতে পারেন না। তিনি একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী নন শুধু, সাবেক প্রধানমন্ত্রী–এটিও সরকারের বিবেচনায় রাখতে হবে।

লেখক: সাংবাদিক

[email protected]। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়