শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩০ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় অননুমোদিত বিদেশি সেনা উপস্থিতির বিরোধী ইরান ও রাশিয়া

আবু সাইদ: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান সিরিয়ার সরকারের অনুমতি ছাড়াই সেদেশের ভূখণ্ডে বিদেশি সেনা উপস্থিতির বিরোধী। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন সংলাপে তিনি এ কথা বলেন।

রুহানি আরও বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে চলমান উত্তেজনা কারো জন্যই মঙ্গলজনক নয়। সব দেশেরই উচিত সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো। এ সময় তিনি সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে সহযোগিতা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্কের উন্নয়ন অব্যাহত রয়েছে। দ্বিপক্ষীয় সমঝোতাগুলোর দ্রুত বাস্তবায়ন জরুরি বলে তিনি মন্তব্য করেন।

রুহানি বলেন, কোনো কোনো দেশ পরমাণু সমঝোতা বাতিলের ষড়যন্ত্র করছে। ইরানের অবস্থান হলো, অপর পক্ষ যতক্ষণ পর্যন্ত সমঝোতা মেনে চলবে ইরানও তা মেনে চলবে। তবে পরমাণু সমঝোতার বিরুদ্ধে চলমান তৎপরতা বন্ধে পদক্ষেপ নেয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। ইয়েমেনের বেসামরিক জনগণের ওপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, পরমাণু সমঝোতাকে দুর্বল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ তুলেছে। ওই অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তিনি জানান।

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পরমাণু সমঝোতাকে দুর্বল করার যে কোনো চেষ্টাই গোটা অঞ্চলের জন্য ক্ষতি বয়ে আনবে। সব মিত্র দেশকেই রাশিয়া এ বিষয়টি অবহিত করেছে। ইয়েমেনে চলমান আগ্রাসনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন পুতিন। তিনি বলেন, বিশ্বের সব দেশের উচিত শান্তিপূর্ণ উপায়ে ইয়েমেন সমস্যার সমাধানে চেষ্টা চালানো এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।পুতিনও সিরিয়ার সরকারের অনুমতি ছাড়া সেদেশে বিদেশি সেনা উপস্থিতির বিরোধিতা করেন। -পার্সটুডে, প্রেসটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়