শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:২২ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে

রফিক আহমেদ : দেশের বাম জোটর শীর্ষ নেতা খালেকুজ্জামান ও সাইফুল হক ও যুক্তফ্রন্ট জোটের শীর্ষ নেতা বঙ্গবীর আবদুল কাদের বীর (উত্তম) বলেছেন, সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরপানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। তবে তার সমস্ত দায়-দায়িত সরকার ও সরকারি দলের। মঙ্গলবার উল্লেখিত নেতাদের সঙ্গে যোগাযোগ করলে এ প্রতিদেককে এসব কথা বলেন।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রতিক্রিয়ায় বলেন, বর্তমানে রাজনৈতিক অসুস্থতা, দলীয়াত্ব, সংঘাত, সংশয় দলীয়করণ যে পর্যায়ে পৌঁছে আছে তা আইনের উর্ধ্বে থাকে না। ইতোমধ্যে আইন ও বিচারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সব কিছু ভঙ্গুর দশায় রাজনৈতিক পতিত। যেমনি প্রধান বুর্জুয়া ধারার দলীয়াত্ব ও অসুস্থতা প্রকোটরূপে প্রতীয়মান। সে জন্য যে কোনো একটা উপলক্ষ পেলেই ক্ষতাসীন ও ক্ষমতা প্রত্যাশীদের ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র উত্তাপ উত্তেজনা প্রদর্শন, হামলা, মামলা, দমন, চক্রান্ত ও ষড়যন্ত্র ইত্যাদি নানা দিক থেকে ভীড় আসতে থাকে।

তিনি বলেন, জনগণের কথা বলে এ সমস্ত কর্মকান্ড শুরু হলে এ অবস্থা বাস্তবে জনগণের মধ্যে অধিক মাত্রায় সংজ্ঞা, নিরাপত্তাহীনতা ও অনিশ্চিত ভবিষ্যতের অশূভ সম্ভাবনা উঁকি দিতে থাকে। বিচার ব্যবস্থ, নির্বাচন কমিশন, আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন কোনো কিছুকেই এরা বিতর্কের উর্ধ্ব রাখেনি। অপরাপর প্রতিষ্ঠানসমূহকে ভঙ্গুর ও অকার্যকর করে রেখেছে। সেই কারণে যে কাজটি আইনানুগভাবে নির্বিঘ্নে  হওয়ার কথা ছির তাকে কেন্দ্র করে মহা হুলুস্থুল, হৈ উল্লাসের মধ্যদিয়ে সংঘাতময় পরিস্থিতি মোকাবেলা চলছে। এটা আগামীদিনের রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক অবস্থার জন্য এক অশনি সংকেত।

গণতান্ত্রিক বাম মোর্চার প্রধান সমন্বয়ক সাইফুল হক বলেছেন, সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়া আরপানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে সরকার দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। তবে তার সমস্ত দায়-দায়িত সরকার ও সরকারি দলের। মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি ও বিএনপির সন্ত্রাসীদের দমনের নামে যে গণ গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশী, চাপ ও হুমকি প্রদান প্রতিটি পদক্ষেপের মধ্যদিয়ে সমগ্র পরিস্থিতিকে চরম এত্তজনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে আরপানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় যেন বকশী বাজার আদালত প্রদান করছেন, রায় যেন প্রদান করছে সরকার। সরকারের সমস্ত তৎপরতায় জনমানুষের এ ধারণা বদ্ধমূল হয়েছে যে, দুর্নীতির কারণে নয় বলং প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপিকে ঘায়েল করার জন্য তড়িঘড়ি করে এ মামলা করা হয়েছে।

তিনি বলেন, এটা অত্যন্ত স্পষ্ট যে, দেশের মানুষ সকল দুনীতির বিচার ও দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি দেখতে চায়। যেভাবে মামলার রায় রায় প্রদান করা তাতে জনগণেন মধ্যে এ ধারণা হচ্ছে যে, সরকারের রাজনৈতিক ইচ্ছাই আদালতের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক প্রতিপক্ষকেকে এভাবে দমন করার ঘটনা পরিহার করে করে সরকারকে গণতন্ত্রের পথে হাটা দরকার।

যুক্তফ্রন্ট জোটের শীর্ষ নেতা বঙ্গবীর আবদুল কাদের বীর (উত্তম) বলেন, কোনো বিচারের ঘটনা নিয়ে এত্তজনাকর ঘটনা সৃষ্টি করা বাঞ্ছনীয় নয়। এটা বিচারের উপর প্রভাব পড়ে। এটা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন খালেদা জিয়াকে দন্ড দেওয়া আদালতের এখতিয়ার। কথাটা ভাল হয়নি। তিনি বলতে পারতেন বেগম খালেদা জিয়াকে দন্ড দেওয়া-না দেওয়া আদালতের এখতিয়ার। বীর উত্তম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দন্ড দেওয়া-না দেওয়া বলতে সরকারের মনোভাবের একটি বহিঃপ্রকাশ ঘটেছে। ঠিক তেমনি এখন রায়কে ঘিরে যেটা হচ্ছে এটাও মানুষের কাছে গ্রহণ যোগ্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়