শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫৫ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক মাধ্যমে হয়রানি গণতন্ত্রের জন্য হুমকি : থেরেসা মে

উপল বড়–য়া: সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি গনতন্ত্রের জন্য হুমকি বলে জানিয়েছেন ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী থেরেসা মে। রাজনৈতিক বিতর্কের মাধ্যমে নারীদের উপর মত প্রকাশে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে মনে করেন তিনি।

নারীদের ভোট দেয়ার অধিকারের শতবার্ষিকী উপলক্ষ্যে দেয়া এক বক্তৃতায় থেরেসা মে সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়কোচিতভাবে যে কোন প্রকার তিক্ততা আগ্রাসন মোকাবেলা করার জন্য জনগণকে আহŸান করেছেন।

গত বছর জুনের সাধারণ নির্বাচনে রেকর্ড পরিমাণ নারী সাংসদ নির্বাচিত হয়েছিল। কিন্তু দিনদিন পলিটিক্যাল পার্টি ও সাংসদদের মধ্যে নারীদের প্রতি অবজ্ঞা বাড়ছে। নারীদেরকে নির্বাচনে অংশগ্রহণ নিরুৎসাহিত করার জন্য তারা তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করছে।

ম্যান্সেচেস্টারে দেয়া এই ভাষণে থেরেসা মে বলেন, ‘যখন কোন কিছু উদযাপন কথা আসছে তখন জনগণ নারীদেরকে নিরুৎসাহিত করার জন্য বিতর্ক করছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, অনলাইনে হয়রানি অধিকাংশ ক্ষেত্রে নারী, সমকামী ও ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর লোকদেরকেই টার্গেট করে হচ্ছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে আহŸান করেন হয়রানির বিরুদ্ধে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার।

প্রধানমন্ত্রী মে আগ্রাসন ঠেকানোর জন্য একটি ধারাবাহিক পদক্ষেপ গ্রহণের কথাও তার বক্তৃতায় বলেছেন। যার মধ্যে একটি নতুন বার্ষিক ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক প্রতিবেদনও থাকবে। নিউ স্কাই

  • সর্বশেষ
  • জনপ্রিয়