শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:২৪ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ, সিরাজগঞ্জে ৪০০ যাত্রীকে জরিমানা

জুয়াইরিয়া ফৌজিয়া: ঢাকা-ঈশ্বরদী রেলপথের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিনা টিকিটে ও ছাদে রেলভ্রমণ করায় ৪’শ যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। এই সময়ে তাদের কাছ থেকে এক লাখ ১৬ হাজার ২৮০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

অভিযানকালে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মো. খায়রুল আলম, রেলওয়ে বিভাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান, বিভাগীয় প্রকৌশলী-২ মো.আসাদুল হক, বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান ও স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেনসহ জিআরপি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) খায়রুল আলম বলেন, বিনা টিকিটে ও ছাদে রেল ভ্রমণ প্রতিরোধে পশ্চিমাঞ্চল রেলের ৭টি স্থানে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা ও বিশেষ চেকিং অভিযান শুরু করা হয়েছে। এসব এলাকায় বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বিনা টিকিটে রেলভ্রমণের বিরুদ্ধে পশ্চিমাঞ্চল রেলওয়ের এ অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : নিউজ টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়