শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের আত্মবিশ্বাস ঢাকা টেস্টে কাজে দিবে: মুশফিক

আক্তারুজ্জামান : উত্তেজনায় পরিপূর্ণ চট্টগ্রাম টেস্টে রান উৎসব করেছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামা বাংলাদেশের সামনে অনাকাক্সিক্ষত ইনিংস হারের শঙ্কা জেগে ওঠে। সেই ম্যাচে মুমিনুল ও লিটন দাসের নৈপুণ্যে ড্র নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। চট্টগ্রাম টেস্টের এই আত্মবিশ্বাস ঢাকা টেস্টে টাইগারদের ভালো কিছুর জন্য সহায়তা করবে বলে আশা করছেন মুশফিকুর রহিম।

গতকাল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এছাড়াও স্লিপে ক্যাচ মিস নিয়ে মুশফিকুর রহিমের কাছে জানতে চাওয়া হয়। এ বিষয়ে মুশফিকুর রহিম বলেন, ‘সত্যি বলতে আমারও দুই-তিনটি আঙুলে ফ্র্যাকচার আছে। স্লিপে ফিল্ডিং করাটা এমনিতেই কঠিন। আপনি দেখবেন যে, বিশ্ব ক্রিকেটে স্লিপেই বেশি ক্যাচ মিস হয়। আপনি যদি বিরাটকে দেখেন। সে কিন্তু বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। তার পরিসংখ্যান দেখলে বোঝা যায়। সেও শেষ কয়েকটা ম্যাচে স্লিপে ফিল্ডিং করেনি। কারণ তারও কিছুটা সমস্যা আছে। এটা আসলে সহজ নয়।’

বাংলাদেশ দলে ফিল্ডিং ও স্লিপে সমস্যা আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘স্লিপের জন্য আমাদের জেনুইন ফিল্ডার নেই। কিন্তু দলে যারা আছে তাদের শিখতে হবে। আশা করি, আস্তে আস্তে এ সমস্যা দূর হয়ে যাবে।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা একপর্যায়ে মুশফিকের নবজাতক ছেলেকে নিয়েও প্রশ্ন করে। নাম কি রাখা হবে জানতে চাইলে মৃদু হাসি দিয়ে বলেন- নাম এখনো ঠিক হয়নি, তবে আগামী সপ্তাহে আকীকার মাধ্যমে নাম রাখা বলে জানান তিনি। এছাড়াও সাংবাদিকদের জন্য মিষ্টি রাখা আছে বলেও মজা করেন তিনি।

গত ৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়। আগামী ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়