শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১৫ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিআইপিদের জন্য আলাদা লেন জনদুর্ভোগ বাড়বে

ফারমিনা তাসলিম: এমপি, মন্ত্রীসহ ভিআইপিদের জন্য আলাদা লেন তৈরির প্রস্তাব করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। তবে ভিআইপিদের জন্য আলাদা লেস জনদুর্ভোগ বাড়বে। নগর পরিকল্পনাবিদরা মনে করেন ভিআইপিদের জন্য আলাদা রাস্তা করা বাস্তবসম্মত নয়।

রাজধানীর রাস্তায় উল্টো পথে গাড়ি চলার খবর নতুন নয়। রিক্সা, ভ্যান থেকে শুরু করে এমপি-মন্ত্রীর গাড়ি উল্টো পথে বা রং সাইড দিয়ে চলতে দেখা যায়। কখনো কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায় উল্টো পথে চলা গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

গুরুত্বপূর্ণ কাজে সময়মত গন্তব্যে পৌঁছাতে উল্টো পথে যেতে হয় বলে দাবী এসব ভিআইপিদের। এসব বিষয় চিন্তা করে ভিআইপিদের জন্য আলাদা লেন বা রাস্তার কথা চিন্তা করছে বলে জানান মন্ত্রীপরিষদ সচিব।

এই পরিকল্পনা বাস্তবায়িত করার মত পর্যাপ্ত জায়গা পাওয়া কঠিন হবে। এছাড়া পরিকল্পনা বাস্তবায়িত হলে সড়কে জনদুর্ভোগ আরো বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।

নগর পরিকল্পনাবিদ সারওয়ার জাহান বলেন, একটা গোষ্ঠির জন্য আলাদা লেন করা নগর পরিকল্পনার নিয়মের মধ্যে না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ রাজপথ জনসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে।

তবে জরুরী কাজে দ্রুত চলাচলের জন্য সব স্তরের মানুষের জন্য আলাদা রাস্তা বা এক্সপ্রেস ওয়ে থাকতে পারে বলে মনে করেন নগরপরিকল্পনাবিদেরা।

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়