শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:১৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে নির্দোষ প্রমাণ করুন তাহলে আমরা খুশি হবো: খালেদাকে হানিফ

ফাহিম ফয়সাল: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আট ফেব্রুয়ারির মামলার রায়কে কেন্দ্র করে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আদালতে তথ্য প্রমাণ দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করুন তাহলে আমরা খুশি হবো। নচেৎ রায় মেনে নিতে হবে।

মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকা জেলার শিক্ষকদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের নৈতিকতা কোন পর্যায়ে নেমে গেছে যে, এতিমের টাকা আত্মসাৎ করছে। এতিমের টাকা আত্মসাৎ করা ইসলাম সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে এটি শাস্তিযোগ্য অপরাধ।

মাহবুব উল আলম হানিফ বলেন, ৮ তারিখের রায় নিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। প্রিজন ভ্যান থেকে আসামী ছিনতাই, অস্ত্র লুট এগুলো কোন সভ্য মানুষের কাজ হতে পারে।

তিনি আরও বলেন, সিলেটের মাজার জিয়ারতের মধ্যে রাজনীতি করা হচ্ছে। বিএনপি নেতারা বলছেন মানুষের চোখের ভাষা বুঝতে হবে। কিন্তু বিএনপি নেত্রীকে দেখতে আসা ১০/১৫ হাজার লোকের চোখের ভাষা দিয়ে ১৬ কোটি লোকের ভাষা বুঝা যাবে না। ১৬ কোটি মানুষ শান্তি ও উন্নয়ন চায়।

আওয়ামী লীগের এ নেতা বলেন, মানুষের নৈতিকতা, মূল্যবোধ, সততা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে যাচ্ছে। এগুলো জাগিয়ে তুলতে ইমাম ও আলেম সমাজ সবচেয়ে বড় ভ’মিকা রাখতে পারেন। আলেমদেরকে কুরআন-হাদিসের আলোকে মানুষকে বুঝাতে হবে যে, সততা, মূল্যবোধ ও নৈতিকতাহীন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না।

অনুষ্ঠানের সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, আলেমগণ কুরআনের সেবক। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িত নয়। তিনি নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা-প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারুল আরকাম মাদ্রাসা ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আলেমদের জন্য দীনী দাওয়াতভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, মসজিদে আগুন দেয়া, জায়নামাজ পোড়ানো, গাড়ী ভাঙ্গা ও গাছ কাটার সাথে মওদুদী জামাত চক্র জড়িত। এ ধরনের রাজনীতি এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এদেশের আলেম-সমাজ এদেরকে কখনো প্রশ্রয় দেয়নি।

সভায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকা জেলার ৫ সহস্রাধিক শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়