শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:২৯ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিল পরিশোধ করতে না পারায় ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট বন্ধ!

সজিব খান: নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ করতে না পারায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

চুক্তি অনুযায়ী ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের ডোমেইন নেম ব্যবহার করার অনুমতি ছিল। নিয়ম অনুযায়ী গত ২ ফেব্রুয়ারির মধ্যে ডোমেইন নেম চুক্তি নবায়ন করার কথা থাকলে বিসিসিআই কর্তৃপক্ষ বিল পরিশোধ করে ডোমেইন নেম নবায়ন করতে পারেনি। যার ফলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। এরপর বিষয়টি নজরে আসালে আবার ডোমেইনটি নবায়ন করা হয়।

এদিকে গত রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন বিসিসিআই এর ওয়েবসাইটটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে।যা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকে বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাভাব না থাকা শর্তেও বিল পরিশোধ করতে না পারায় ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়া লজ্জাজনক।

এ ঘটনার জন্য বিসিসিআই দোষ দিচ্ছে বোর্ডের ইন্টারনেট ডোমেইনের নিয়ন্ত্রক লোলিত মোদিকে। বলা হচ্ছে তিনি ঠিক সময়ের মধ্যে নবায়নের অর্থ দেননি। সে কারণেই ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।

সূত্র: ইন্ডিয়া টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়