শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০৫ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সিরিজে আর মাঠে নামতে পারবেন না ম্যাথুজ

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলেই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি শ্রীলঙ্কা দলের ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলতে পারেন এমন আশা করেছিল লঙ্কানরা। কিন্তু তার বর্তমান যে অবস্থা তাতে বাংলাদেশ সিরিজে তো না’ই তিনি আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারবেন কি না তা নিয়েও শঙ্কা রয়েছে।

ওয়ানডেতে ম্যাথুজ না থাকায় শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছিলেন দিনেশ চান্দিমাল। আর টেস্ট ফরম্যাটে তো তিনিই শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক। তাই চলমান টেস্ট সিরিজে তিনিই নেতৃত্ব দিয়েছেন। টেস্ট সিরিজের পরই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিতে পারেন থিসারা পেরেরা।

গত মাসে ঢাকায় অনুষ্ঠিত হয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এই সিরিজে অংশ নেয় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। সিরিজে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। রানার আপ হয় বাংলাদেশ। এরপর শুরু হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়ে শেষ হয়েছে। ঢাকায় দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়