Skip to main content

শ্বশুরের বিরুদ্ধে মুখ খুললেন ইমরান সরকার

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে তুমুল বিতর্কে থাকা শ্বশুর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যাপারে মুখ খুলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি গত ২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ব্যাপারে স্ট্যাটাস দিয়েছেন। এতে ইমরান এইচ সরকার প্রশ্নফাঁস সম্পর্কে লিখেছেন, ‘প্রশ্নফাঁসের মূল হোতা কে- সেটা খুঁজে বের করা সরকারেরই দায়িত্ব। কিন্তু আমরা আর চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নষ্ট হয়ে যাক। আমাদের বাঁচান, আগামীর প্রজন্মকে বাঁচান।’ ওই স্ট্যাটাসে ইমরানের এক অনুসারী মন্তব্য করেন, ‘আপনার শ্বশুর আর শাশুড়ি এ ব্যাপারে ভালো বলতে পারবেন। আমাদের ভাবী সাহেবানও জেনে থাকতে পারেন- মূল হোতা কে বা কারা?’ এর উত্তরে ইমরান এইচ সরকার বলেন, ‘সেটা তাদের বলাই ভালো। আমি ভাই নিরীহ মানুষ!’ ওই স্ট্যাটাসে আরেক ব্যক্তি লেখেন, ‘স্ট্যাটাস না দিয়ে আপনার শ্বশুর (শিক্ষামন্ত্রী) এর সঙ্গে আলোচনা করুন। জাতি উপকৃত হবে।’ এ মন্তব্যের উত্তরে ইমরান লিখেছেন, ‘(শ্বশুরের সঙ্গে আলোচনার) অনেক চেষ্টা করেছি। সময়ের অপচয় ছাড়া কিছু না।’ প্রসঙ্গত, বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামাতা ইমরান এইচ সরকার। প্রশ্নফাঁস নিয়ে ইমরানের ওই স্ট্যাটাসটিতে ১৪ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার ওই পোস্টটি শেয়ার করা হয়েছে ১৭৯ বার। এতে অনেক মন্তব্য এসেছে।

অন্যান্য সংবাদ