শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদাকে জুতা দেখিয়েছেন আওয়ামী লীগ নেতারা

খালেদা জিয়ার গাড়ি বহর থেকে, শাহানুজ্জামান টিটু: সিলেট যাওয়ার পথে পুলিশের উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জুতা দেখিয়েছেন আওয়ামী লীগ নেতা নিলুর কর্মী ও সমর্থকরা। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া করেন।

সোমবার নরসিংদী ভেলানগর মোড়ে এই ঘটনা ঘটতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মীরা নিলু স্লোগান ধরেন এবং সবাই হাতে জুতা নিয়ে খালেদা জিয়াকে দেখান।

এদিকে খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে গুলশান ১, তেঁজগাও, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও যাত্রবাড়ি, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও গাউছিয়া মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে সোমবার সকাল ৯ টায় ১৬ মিনিটে তার নিজ গুলশানের বাসভবন (ফিরোজা) থেকে রওনা হন তিনি। সকাল সাড়ে ১০ টায় বিএনপি চেয়ারপারসন ঢাকা ত্যাগ করেন।

গুলশান ১ হয়ে তেঁজগাও, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল ও যাত্রবাড়ি হয়ে নারায়ণগঞ্জে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়ি বহর।

এদিকে গাড়ি বহর রাজধানীতে তেমনি যানযটে না পড়লেও বিএনপি চেয়ারপারসনের নিজের বাসভবন ফিরোজা থেকে যানজটের কারণে গুলশান- ১ আসতে ৩০ মিনিটেও অধিক সময় লাগে।

এসময় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তৃতীয় তলা থেকে শুরু মাত্র দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান। কেন্দ্রীয় কার্যালয়ে আশে-পাশে এসময় আর কোন দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি। তবে গাউছিয়া রাস্তার এক পাশে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী ব্যাপার নিয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। তারা জিয়া, খালেদা জিয়া বলে স্লোগান দেন নেতাকর্মীরা।

খালেদা জিয়ার সফর সঙ্গি হিসাবে আছেন, বিএনপির স্থায়ী কমিটির ব্যারিস্টার জমির উদ্দিন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির নেতৃবৃন্দ।

সিলেটে পৌছেই বিএনপি চেয়ারপারসন হযরত শাহ জালাল (র:) ও হযরত শাহ পরাণের (র:) মাজার শরীফ জিয়ারত করবেন। মাজার শরীফ জিয়ারত শেষে সন্ধ্যায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে খালেদা জিয়ারর রওনা হওয়া কথা রয়েছে।

খালেদা জিয়া সর্বশেষ সিলেটে গেছেন ২০১৩ সালের ৪ অক্টোবর। সে সময় আলিয়া মাদ্রাসা মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন।

গত ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সিলেটে হয়রত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে জনসভায় যোগ দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়