শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫৫ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর বরিশাল সফরে দায়িত্ব পালন করবে এক হাজার পুলিশ সদস্য

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: আন্তর্জাতিক মানের সেনাবাহিনী গড়ে তুলতে স্থাপিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা সেনানিবাস’। দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের প্রকল্পটি বাস্তবায়িত করতে আগামী ৮ ফেব্রুয়ারি দেশের ৩১তম নতুন এ সেনানিবাসের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করতে বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন সেনানিবাস সম্পর্কে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেন, বরিশালে সেনানিবাস স্থাপন করতে হবে এ চিন্তা কারও মাথায় ছিল না। প্রধানমন্ত্রীই একটি নতুন সেনানিবাস স্থাপনের পরামর্শ দেন। তাই তার নামেই এ সেনানিবাসের নামকরণ করা হয়েছে।

আবুল হাসানাত আব্দুল্লাহ আরও জানান, উপকূলীয় এলাকার নিরাপত্তা বাড়াতে দেশের ৩১তম নতুন ‘শেখ হাসিনা সেনানিবাস’ স্থাপন করা হবে বরিশাল ও পটুয়ালী জেলার পায়রা নদীর কাছে লেবুখালীতে।

জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি জানান, অনুমোদিত প্রকল্প এলাকায় ১৯৭৫ সাল থেকে চর সৃষ্টির মাধ্যমে এসব জমির সৃষ্টি হয়েছে। এখানে কোন জনবসতি গড়ে ওঠেনি। ফলে ঘরবাড়ি বা স্থাপনার কোন ক্ষতিপূরণ বা পুনর্বাসনের প্রয়োজন হবে না।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিন্নাতুন নাহার শাহানা বলেন, গত বছরের ১৫ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদনে মোট ১০টি প্রকল্পের তালিকার এক নম্বরে আছে প্রকল্পটি।
ন।

পাঁচটিস্থানে দায়িত্ব পালন করবে এক হাজার ৬৮ জন পুলিশ সদস্য : বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ পাঁচটিস্থানে আইন শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করবে এক হাজার ৬৮ জন পুলিশ সদস্য। এছাড়া বরিশাল শহরকে ব্যাপকভাবে নজরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি জনসভার দিন মেডিক্যাল ও সিভিল সার্জনের পক্ষ থেকে চারটি মেডিক্যাল টিম, চারটি এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। সিটি কর্পোরেশন থেকে ছয়টি পয়েন্টে ১২টি পানির ট্যাংকে দুইহাজার লিটার পানিসহ সার্কিট হাউজ ও জনসভাস্থলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য দুইটি জেনারেটর প্রস্তুত রাখা হবে।

একইসঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর প্রতিটি এলাকায় কঠোর নজরদারী রাখা এবং নগরীর বিভিন্ন আবাসিক হোটেল, বাসা বাড়িতে নতুন মেহমান, ভাড়াটিয়াদের প্রতি নজর বৃদ্ধি করা হবে।রোববার সকালে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভায় এতথ্য জানানো হয়েছে।

পুলিশ কমিশনার এসএম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, মহানগর আওয়ামীলীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামীলীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. আবুল ফজল, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সিইও কর্নেল শরিফুজ্জামান, বরিশাল র‌্যাব-৮ এর সিইও উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব প্রমুখ। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়