শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫০ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে গত ২ বছরে ২.৫৩ লক্ষ নতুন কর্মসংস্থান হয়েছে

আবু সাইদ: ভারতের কর্নাটকে কংগ্রেস-সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রবিবার বেঙ্গালুরুতে একটি জনসভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেনদ্র মোদি।

এদিন মোদি বলেন, আপনাদের উচ্ছ্বাসই বলে দিচ্ছে, কংগ্রেসের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস কর্নাটকের বাইরে যাওয়ার দুয়ারে দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস। ওরা শুধু এখানে (কর্নাটকে) ধ্বংসলীলা চালিয়েছে। কংগ্রেসি সংস্কৃতির প্রয়োজন নেই কর্নাটকের।

রাজ্যের শাসক দলকে আক্রমণ করে মোদি দাবি করেন, কর্নাটকে এখনও ৭ লক্ষ গৃহ বিদ্যুৎহীন। তিনি বলেন, বেঙ্গালুরুতে একদিন বিদ্যুৎ না থাকলে হাঙ্গামা হয়ে যাবে। কিন্তু, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ৭ লক্ষ গৃহে আজও বিদ্যুৎ পৌঁছয়নি। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের ব্যর্থতাকে দায়ী করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের বরাদ্দ অর্থ ঠিকমতো খরচ করতে পারছে না রাজ্য।

কেন্দ্রীয় বাজেটের উল্লেখ করে মোদি বলেন, এবারের বাজেটে কর্নাটকের একটি সমস্যার সমাধান হয়েছে। প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগে ১৬০ কিলোমিটার দৈর্ঘ্য শহরতলি রেল নেটওয়ার্কের কাজ শুরু হবে বেঙ্গালুরুতে। এর ফলে, ১৫ লক্ষ যাত্রী উপকৃত হবে। তিনি যোগ করেন, চলতি বছর দেশব্যাপী ৯ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ভারতমালা প্রকল্পের আওতায় ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ৩৫ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ হবে।

প্রসঙ্গত, আগামী এপ্রিল-মে মাসে কর্নাটকে বিধানসভা নির্বাচন হবে। তার আগে গত ২ নভেম্বর রাজ্যজুড়ে ‘নব-কর্নাটক নির্মাণ পরিবর্তন যাত্রা’-র সূচনা করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যের ২২৪টি বিধানসভা কেন্দ্র ঘুরে এদিন ৯০-দিনব্যাপী সেই যাত্রার সমাপ্তি হল। এর আগে, ২০০৮ সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু, ২০১৩ নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসে। সূত্র: দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়