শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪১ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিস্থিতি মোকাবিলা করা হবে ঠান্ডা মাথায়: কাদের

জিয়াউদ্দিন রাজু: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করে আওয়ামী লগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের মাথা গরম করার সুযোগ নেই। পরিস্থিতি মোকাবিলা করা হবে মাথা ঠান্ডা রেখে।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগের কোনও কর্মসূচি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা ৮ তারিখে কোনও কর্মসূচি দিতে বলেননি। তবে মামলার রায়কে কেন্দ্র করে কেউ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে, বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সতর্ক থাকব। জনগণের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সেই নির্দেশনা দেওয়া হবে। কিন্তু রাস্তা দখল করে কোনও কর্মসূচি দেব না। ভরা কলসি লরার (নড়াচড়া) দরকার নেই।

বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আদালত রায় দেওয়ার আগেই বিএনপি তাদের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করে খালেদা জিয়াকে দুর্নীতিবাজ বানিয়ে ফেলেছে। খালেদা জিয়াকে আগেই দেউলিয়া ঘোষণা করেছে। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের কোনও অস্থিরতা নেই বলেও জানান।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাটের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়