শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:১৪ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের পার্লামেন্ট ঘিরে রেখেছে দেশটির সেনাবাহিনী

লিহান লিমা: সাম্প্রতিক রাজনৈতিক সংকটের মুখে মালদ্বীপের পার্লামেন্ট সিলগালা করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া ‍দুই বিরোধী এমপিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির সুপ্রিমকোর্ট অনতিবিলম্বে রাজনৈতিক নেতা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে মুক্ত করে দেয়ার আদেশ দেয়। এরপর দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল বলেন, সুপ্রিমকোর্টের আদেশ না মানায় প্রেসিডেন্টকে গ্রেপ্তার এবং অভিশংসন করার পাঁয়তারা করা হচ্ছে। তিনি দেশটির নিরাপত্তা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানান।

রোববার বিরোধী দলের আইনপ্রণেতারা সুপ্রিমকোর্টের আদেশ অমান্য করার অভিযোগে অ্যাটর্নি জেনারেল এবং প্রধান প্রসিকিউটরের পদত্যাগের জন্য সংসদে পিটিশন দায়ের করেন। এই দিন সকালেই কোন কারণ দর্শানো ছাড়া পদত্যাগ করেন পার্লামেন্ট সচিবালয়ের প্রধান কর্মকর্তা আহমেদ মোহাম্মদ। এরই মধ্যে পার্লামেন্টের চারদিকে জড়ো হয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ শায়ের বলেন, এই সঙ্কটকালীন সময়ে আমরা অ্যাটর্নি জেনারেলের আদেশ অনুসরণ করব।
প্রসঙ্গত, ৮৫ আসন বিশিষ্ট মালদ্বীপের সংসদে বিরোধীরাই সংখ্যাগরিষ্ঠ হওয়ায় প্রেসিডেন্টের অভিশংসনের ক্ষমতা তাদের হাতে। ২০১৭ সালে সরকারিদল থেকে বের হয়ে বিরোধীদলে যোগ দেয় ১২ এমপি। এরপর পার্লামেন্টে তাদের আসন শূন্য হলে সুপ্রিমকোর্ট তাদের আবার পুনর্বহাল করে। এদিকে সেনাদের পার্লামেন্ট দখলের মধ্যেই পুনর্বহাল হওয়া ওই এমপিদের কয়েকজন সংসদে প্রবেশ করেছেন বলে জানিয়েছে এএফপি। আল জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়