শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:১১ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারিতে ৮৬ কোটি টাকার মাদক ও চেরোচালান জব্দ করেছে বিজিবি

ইসমাঈল হুসাইন ইমু : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৫ কোটি ৮২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে। রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য জানান।

তিনি জানান, আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১৩ লাখ ৫৭ হাজার ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ১৩১ বোতল বিদেশী মদ, ৩৫০ লিটার বাংলা মদ, ২ হাজার ১৭ ক্যান বিয়ার, ২২ হাজার ৯০৮ বোতল ফেনসিডিল, ৯১৯ কেজি গাঁজা, ২ কেজি ৩১৮ গ্রাম হেরোইন, ১ লাখ ৩৯ হাজার ১৬২ টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন ৮ হাজার ৬৩২ এবং ১৬ লাখ ৫৫ হাজার ৫১০ টি অন্যান্য ট্যাবলেট।

আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে ২ কেজি ১১৭ গ্রাম স্বর্ণ, ৯ হাজার ৯৫১ টি শাড়ী, ৩ হাজার ১৬৩ টি থ্রিপিস/শার্টপিস, ২ হাজার ৫৬ মিটার থান কাপড়, ১ হাজার ৭৫৯ টি তৈরী পোশাক ও ৫৭ হাজার ৪ সিএফটি কাঠ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগাজিন।

এছাড়াও বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১০৭ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮ জন ভারতীয় নাগরিককে আটক করে ১০ জনকে থানায় সোপর্দ করা হয় এবং ১৮ জনকে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত) দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১২১৭ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়