শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৭ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিসংশনের বিষয়ে সুপ্রিমকোর্টকে হুমকি মালদ্বীপ সরকারের

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: মালদ্বীপের সুপ্রিমকোর্টকে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের গ্রেফতার কিংবা অভিসংশন না করার জন্য হুমকি দিয়েছে দেশটির সরকার। গতকাল রবিবার সরকারের পক্ষ থেকে এমন আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার দেশটির আদালত বর্তমান সরকারের হস্তক্ষেপের অভিযোগে গত সরকারের ৯ ব্যক্তিকে মুক্তি এবং চাকরীচ্যুত ১২ ব্যক্তিকে পুনরায় স্থলাভিষিক্ত করেন। এদিকে, ইয়ামিন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্তের পরেও আদালতের এ সিদ্ধান্তে আসে। দেশটির আইন-প্রণেতাদের মাঝে বড় একটি অংশ সরকার বিরোধী যারা বর্তমান প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে পারে বলে আশংকা করছে বিশ্লেষকরা।
যদিও জাতীয় এক সম্প্রচার মাধ্যমে দেশটির এটর্নি জেনারেল মোহামেদ অনিল বলেন, প্রেসিডেন্টকে গ্রেফতার করা অসাংবিধানিক এবং অবৈধ।
তবে দেশটির প্রধান বিরোধীদল, মোহাম্মদ নাশিদ আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। জাতিসংঘ এ রায়কে সমর্থন জানিয়ে বলে, সুপ্রিম কোর্টের রায়কে তাদের সম্মান করা উচিত। এছাড়া অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা,ভারত দেশটির আদালতের রায়কে সমর্থন জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে নির্বাচনে অংশ নিতে পারেনি আব্দুল্লাহ ইয়ামিনের দল। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়