শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো ক্লাসে জাকির নায়েকের বই, বিপাকে উত্তরপ্রদেশের স্কুল

লিহান লিমা: ক্লাসে বিতর্কিত ইসলামি বিশ্লেষক জাকির নায়েকের বই পড়ানোয় বিপাকে পড়েছে ভারতের উত্তরপ্রদেশের ঢাকির বিজনর গ্রামের একটি স্কুল। স্কুলটির দ্বিতীয় শ্রেণীর শিশুদের ‘ইলম উন নূর’ নামের একটি বই পড়ানো হচ্ছে যার একটি অধ্যায়ে সেরা ৯ মুসলিম ব্যক্তিত্বের মধ্যে স্থান করে নিয়েছেন জাকির নায়েক।

উল্লেখ্য, এর আগে একই প্রদেশের আলিগড় ইসলামিক মিশন স্কুল এই বইটি পড়ানোয় বিতর্কের মুখে পড়ে এবং তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।

বিজনর গ্রামের ‘শিক্ষা অধিকারী’ বিএসএ মহেশ চন্দ্রা বলেন, শুক্রবার শিক্ষা অফিসার শিব কুমারের নেতৃত্বে একটি দল গ্রামে গায় এবং তারা দেখে এই বইটি স্কুলে পড়ানো হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বইটির দ্বিতীয় কোন কপি পুরো স্কুলে খুঁজে পাওয়া যায়নি। স্কুলটির বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।

এর আগে আলিগড় মিশনে বইটি পড়ানোর অভিযোগ আনার পর বইয়ের লেখক কুনেন কুশার বলেছিলেন, ‘এটি ২ বছর আগে প্রকাশ করা হয়েছিল। তখন নায়েকের বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না।’

ইসলামি রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এর প্রতিষ্ঠাতা নায়েকের বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানো এবং সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তোলা হয়েছে। মানি লন্ডারিংয়ের অভিযোগে তাঁর প্রতিষ্ঠিত ’আইআরএফ’ নিষিদ্ধ করেছে ভারত। তার ‘পিস টিভি’ ভারত ও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। ঢাকার গুলশানে হোলি আর্টিজানে নিহত জঙ্গিদের কয়েকজন জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়