শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরফরাজের পক্ষ নিলেন মঈন খান

স্পোর্টস ডেস্ক : গতমাসে নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হওয়ার পর দেশে তুমুল সমালোচনার মুখে পড়ে পাকিস্তান ক্রিকেট দল। অবশ্য ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করে সরফরাজ আহমেদের দল। তাতেও সমালোচকদের মুখ বন্ধ হয়নি।

ক্রিকেটভক্তদের সমালোচনায় বর্তমান অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান। সেই সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের দায়িত্ব সরফরাজের কাঁধেই রাখার জন্য পিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন ৪৬ বছর বয়সী এ ক্রিকেটার।

পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান বলেছেন, ‘সরফরাজ এমন একজন খেলোয়াড়, যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন এবং দেশের জন্য মাঠে নিজের ১০০ ভাগ দিতে পারেন।’

২০১৭ সালে ফেব্রুয়ারিতে পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্বে আসেন ৩০ বছর বয়সী সরফরাজ। সিরিজ হার দিয়ে বছর শুরু করলেও গত বছর জুনে তার নেতৃত্বেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান। ফলে সাম্প্রতিক এ সিরিজ হারের পর সমালোচনা করাকে অযৌক্তিক মনে করেন মঈন। তিনি বলেছেন, ‘এটা দুঃখজনক যে, লোকে সরফরাজের দোষ খুঁজে বেড়াচ্ছে, যার নেতৃত্বে পাকিস্তান গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েছে এবং সম্মানজনক এ ট্রফিটি জিতেছে।’

ভারতের উদাহরণ দিয়ে মঈন আরো বলেছেন, ‘কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধনে টেস্ট সিরিজ হারার পরও কেউ তীব্রভাবে সমালোচনা করেনি তাদের। জয়-পরাজয় খেলার অংশ এবং সব অধিনায়ককেই এ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়।’ ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়