শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্রহীনতাকে বলা হচ্ছে গণতন্ত্র: রিজভী

রুহুল অামিন: দেশ এখন ভয়ঙ্কর বিপদের মধ্যে। গণতন্ত্রহীনতাকে বলা হচ্ছে গণতন্ত্র, কণ্ঠরোধ করাকে বলতে হবে বাকস্বাধীনতা, হয়রানি অার অবিচারকে বলতে হবে বিচার।  চাঁদাবাজি ও অাধিপত্যের লড়াই, প্রতিদিন অসংখ্য নারী ও শিশু নির্যাতন, সরকারী ব্যাংকগুলো লোপাটসহ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি,  একের পর এক কালাকানুন প্রণয়ন ও বাস্তবায়নের পরও বলতে হবে সুশাসন চলছে।

রোববার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী অারও বলেন, চালের দাম ৭০ টাকা হলেও বলতে হবে চাল সস্তা দাম ও বিরোধীতা করলেই অাওয়ামী বিচারের কাঠগড়ায় সেই হবে অাসামী । কিন্তু এই নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণ শাসকের প্রতি অানুগত্যের চেয়ে বন্ধন ছিন্ন করাকেই অনেক মহৎ কাজ বলে মনে করে।

এ সময় রিজভী জানান, গতকাল লা-মেরিডিয়ান বিএনপি নির্বাহী কমিটির সভা কেন্দ্র করে হোটেল এলাকা থেকে ৩৫ জন মহানগর,  জেলা ও বিভিন্ন থানা শাখার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাদের ডিবি,  এসবি,  ও পুলিশ অাটক করে।  অাটকৃতরা  হলেন,  অালহাজ সালাউদ্দিন,  ইঞ্জি: শামসুল অালম,  লুৎফর রহমান,  নাসিম কমিশনার,  অালমগীর হোসেন,  টিটু,  মামুন, অানিস, সোহেল,  তারিকুল অালম,  মো: বাবলু,  মো: সাইদুল ইসলাম শাহিন,  ইঞ্জি: জাকির হোসেন,   মো: দিলীপ,  মো: জীবন,  মো: নাসির,  হাজী মো: নুরুল ইসলাম,  মো : কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে রিজভী অাজ রোববার রাত ৮:৩০ মিনিটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক গুলশান কার্যলয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়