শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের হয়ে নতুন রেকর্ডের মালিক হলেন মুমিনুল হক

আক্তারুজ্জামান: বাংলাদেশের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার রেকর্ড গড়লেন মুমিনুল হক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে অনেক রেকর্ডের দেখা আগেই পেয়েছেন। তবে এই রেকর্ডটা একটু ভিন্ন। টেস্টের দুই ইনিংস মিলিয়ে সবচেয়ে বেশি ২৪৬ রানের মালিক তিনি।

তবে খেলা এখনো শেষ হয়নি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের একটি দারুন ইনিংস খেলেন মুমিনুল। আর দ্বিতীয় ইনিংসে রোববার সকালে লাঞ্চে যাওয়ার আগেই ৭০ রানে অপরাজিত আছেন। যার ফলে তার মোট রান এখন ২৪৬।

মুমিনুলের আগে এই রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে খেলেন ২৫ ও দ্বিতীয় ইনিংসে ২০৬ রানের ঝলমলে ইনিংস খেলেন। যার ফলে তামিমের মোট সংগ্রহ দাঁড়ায় ২৩১ রান।

রোববার মুমিনুল ব্যক্তিগত ৫৫ রানে ছুঁয়ে ফেলেন তামিমকে। আর ৫৬ রান করেই ছাড়িয়ে যান বাংলাদেশের সফল ওপেনারকে। টাইগারদের ব্যাটিং ব্যার্থতায় চতুর্থদিনের খেলায় ৩ উইকেটে ৮১ রানেরই শেষ হয়। আজ সকালে লিটন দাসকে নিয়ে মাঠে নেমে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক। লিটনকে সঙ্গে নিয়ে গড়েছেন ১০১ রানের পার্টনারশিপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়