শিরোনাম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০৫ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে জানুয়ারি মাসে ৩৭কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

ফরহাদ আমিন,টেকনাফ: টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে গত জানুয়ারি মাসে ৩৭ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাইপণ্য উদ্ধার করা হয়েছে।

এঘটনায় ২৩ জনকে আটক ও অজ্ঞাত একজনকে পলাতক আসামি করে মামলা করা হয় বলে জানায় ২ বর্ডার র্গাড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম আরিফুল ইসলাম। তিনি জানান, গত জানুয়ারি মাসে সীমান্ত ও চেকপোষ্ট থেকে ১২ লাখ ২৬ হাজার ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারমধ্যে মালিকসহ ৮৯ হাজার ৬২৩ পিস এবং মালিকবিহীন ১১ লাখ ৩৬ হাজার ৮০৭ পিস। এই সব ইয়াবার আনুমানিক মূল্য ৩৬ কোটি ৭৯ লাখ ২৯ হাজার টাকা। এই সব ইয়াবা উদ্ধারের ঘটনায় ৫৭ টি মামলা করা হয়। এতে ২০ জনকে আটক ও ১ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

অপরদিকে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা ৬ লাখ ৭৫ হাজার ৫শ টাকা মূল্যের ১৯২৮ ক্যান বিয়ার, ৭৯ বোতল বিদেশী মদ, ২৫০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এই সব ঘটনায় ৯টি মামলায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এছাড়া সীমান্ত দিয়ে পাচারকালে ১৮ লাখ ৮৭ হাজার ১৩০ টাকা মূল্যে চোরাইপণ্য উদ্ধার করা হয়েছে। এ সব উদ্ধারের ঘটনায় ২৫টি মামলায় ৩ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়