শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:২০ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রতিবছর ১০ হাজার মানুষ আত্মহত্যা করে

জান্নাতুল ফেরদৌসী:  পরিসংখ্যান বলছে দেশে প্রতিবছর ১০ হাজার মানুষ আত্মহত্যা করে। প্রতিদিন গড়ে ২৭ জন। মোট আত্মহত্যার ৭৪.৬১ শতাংশই কিশোর কিশোরী।সামাজিক বন্ধন ভেঙ্গে পড়াসহ যৌতুক, ধর্ষণ, মাদকাশক্তি, পরীক্ষায় ব্যর্থতা থেকেও আত্মহনন করে থাকে মনে বলে করেন সমাজবিজ্ঞানীরা। অপরাধ হিসেবে নয় আত্মহত্যার প্রবণতাকে রোগ বলতে চান মনোবিজ্ঞানীরা। এই ব্যাধি রাষ্ট্রিয় ভাবে মোকাবেলা সম্ভব বলে মনে করেন তারা।

গত ১২ জানুয়ারি থেকে রাজধানীর মোহাম্মদপুরের কলা কেন্দ্রে চলছে 'লস্ট ইন ট্রনজিশন' শিরোনামে তরুণ চিত্রশিল্পী আফ্রিদা তানজিম মাহির একক চিত্র প্রদর্শনী। তার আঁকা ছবিতে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র জীবনের অসংগতির বিরুদ্ধে ক্ষোভ দেখা যায়।

সন্তানের বাবার কাছে ক্ষমা চাওয়া, করপোরেট জীবনের দুর্নীতি, বস্তাবন্দি মৃত সন্তানের সাথে মা, ট্রেনিং পুলিশের গুলিতে নিহত ঘুমন্ত শিশু এমন স্পর্শকাতর ছবি একেছে সে । কিন্তু মাসব্যাপী প্রদর্শনীর ৩ দিনের মাথায় আত্মহত্যা করে মাহি।

ফেব্রুয়ারীর মাঝামাঝিতে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া কথা ছিল মাহির। কবি মা রহিমা আফরোজ মুন্নির দাবি অনেক সংবেদনশীল ছিল সে।

এভাবে গত দুমাসে রাজধানীর ইব্রাহিমপুরে রাব্বি, মগবাজারে বীথি, কাফরুলে শান্তা, সাতক্ষীরা ১ আসনের সাংসদের ছেলে অনিক আজিজ আত্মহত্যা করে। প্রতিটি আত্মহনন চরম হতাশা ও না পাওয়া থেকে বলে পরিবার সূত্রে জানা যায়। যাদের সবার বয়স ২১ থেকে ৩০ বছর।

সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান বলেন, মানুষের, কাজ ও সংস্কৃতির সাথে সংযোগ করতে যাচ্ছে। যখন এরকম একটি অবস্থা তৈরি হয় তখন মানুষের যে আবেগ, ভারসাম্যের মধ্যে দুমনা অনুভোব করি।

মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেঘলা সরকার বলেন, আত্মহত্যা কেউ করলে মানসিক বিশেষজ্ঞরা খুব আহত হয়। এ কারণে আত্মহত্যা প্রতিরোধ যোগ্য। মানসিক সমস্যাগুলো যদি মানসিক রোগ বিশেষজ্ঞের নিকটে আসলে সাহায্য করতে পারে।

অভিমান ক্ষোভ থেকে মৃত্যু কারোরই কাম্য নয়। তাই ভঙ্গুর মনবল কাটাতে শিক্ষাপ্রতিষ্ঠানেও বাধ্যতামূলক মনস্তাত্বিক ক্লাস চালুর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়